Advertisement
Advertisement
Higher Secondary Exam

২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে আগামী সপ্তাহেই, দিনক্ষণ জানাল সংসদ

পরীক্ষা শেষ হবে কবে?

Higher Secondary Exam 2026 will started from 8 september
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 2, 2025 4:52 pm
  • Updated:September 2, 2025 5:35 pm  

ধীমান রক্ষিত: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। মঙ্গলবার মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। চলবে ২২ তারিখ পর্যন্ত।

Advertisement

সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ টায়। শেষ হবে ১০ টা বেজে ৪৫ মিনিটে। জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূলগেট ও ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বিদ্যুতিন গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

প্রসঙ্গত, ২০২৫ সালেই শেষবারের মতো হয়েছে বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা।  ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমেস্টার। মোট চারটি পরীক্ষা হবে। ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে এবছর। ২০২৬ সালে যারা উচ্চমাধ্যমিক পাশ করবে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁদের তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। পার্ট ২-এর পরীক্ষা হবে আগামী মার্চে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement