Advertisement
Advertisement

Breaking News

Howrah-Sealdah Metro

গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর মেট্রো, জানেন হাওড়া-শিয়ালদহ রুটে কতক্ষণ পরপর মিলবে পরিষেবা?

Howrah-Sealdah Metro: শুক্রবার শহরের তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

How Frequently Howrah-Sealdah Metro will run, know the details

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:August 19, 2025 11:43 am
  • Updated:August 19, 2025 5:34 pm   

নব্যেন্দু হাজরা:  সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। সূত্রের খবর, ব‌্যস্ত সময়ে আট মিনিট অন্তর চলবে ট্রেন। এছাড়া ১০ এবং ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানা গিয়েছে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দু’দিকেই ব‌্যস্ত সময়ে ১২ এবং দিনের বাকি সময়ে ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। তবে এই দুই অংশ জুড়ে গেলে যাত্রীসংখ‌্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর সেকথা মাথায় রেখেই চার মিনিট কমিয়ে আনা হবে দুই মেট্রোর ব‌্যবধান। আপাতত আট মিনিট অন্তর ট্রেন চললেও যাত্রীসংখ‌্যা দেখে দুই মেট্রোর ব‌্যাবধান আরও কমানো হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

তবে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন‌্য দুই যে অংশের মেট্রো উদ্বোধন করবেন সেই দুই অংশে পরিষেবা ২৫ আগস্ট সোমবার থেকে শুরু হওয়ার। অর্থাৎ নোয়াপাড়া-এয়ারপোর্ট এবং রুবি-বেলেঘাটা অংশে সোমবার থেকে যাত্রীরা চড়তে পারবেন। ইতিমধ্যেই সব স্টেশন থেকে ভাড়ার তালিকাও তৈরি হয়ে গিয়েছে। শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালু হলে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে যেখানে সড়কপথে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে মেট্রোতে লাগবে মাত্র ১১ মিনিট। ফলে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোকেই বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে লোকাল ট্রেনের দুই মূল টার্মিনাল স্টেশন হাওড়া, শিয়ালদহ মেট্রোপথে জুড়ে যাবে।

তিন মেট্রোপথের উদ্বোধন ঘিরে এখন মেট্রোভবনে চূড়ান্ত প্রস্তুতি। শুক্রবার যশোর রোড স্টেশন এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর যশোর রোড থেকে মেট্রোয় চড়ে বিমানবন্দর যাওয়ার কথা। সেখানেও ছোট একটি অনুষ্ঠান রয়েছে। তিনটি রুট মিলিয়ে মোট ১৪ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হবে ওইদিন। যেহেতু এসপ্ল‌্যানেড-হাওড়া ময়দান এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো বর্তমানে চলে, তাই ওইদিন থেকে পুরো অংশ জুড়ে ট্রেন চালাতে কোনও অসুবিধা থাকছে না। মোটরম‌্যান থেকে শুরু করে অন‌্যান‌্য কর্মীদেরও তেমনই নির্দেশ দেওয়া আছে। অর্থাৎ শুক্র থেকেই যাত্রীরা এক মেট্রোতেই হাওড়া থেকে সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ