স্টাফ রিপোর্টার: রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণদপ্তর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৫০ জন এই অনলাইনে আবেদন করেছেন বলে পরিবহণ দপ্তরসূত্রে খবর। এদিন সন্ধে ছ’টা পর্যন্ত মাত্র তবে আধিকারিকরা জানাচ্ছেন, সবে প্রক্রিয়া শুরু হল। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বহু মানুষ হয়তো এখনও বিষয়টা জানেনই না। সরকারের তরফে আরও প্রচার চালানো হবে।
টোটো নিয়ন্ত্রণে কড়া হচ্ছে রাজ্য। ৩০ নভেম্বরের পর নম্বরবিহীন আর কোনও টোটো চালানো যাবে না। টোটোচালকরা যাতে অনলাইনে এই আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা শুরু হয়েছে। তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্রগুলোতেও এই আবেদন করা হবে। রাজ্যের সমস্ত ব্লকের এই সহায়তা কেন্দ্রগুলোর কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
পরিবহণ দপ্তরসূত্রে খবর, এক হাজার টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বরের স্টিকার টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। ৩০ নভেম্বরের পর যে সমস্ত টোটোর গায়ে এই স্টিকার থাকবে না, সেগুলোকে আর রাস্তায় নামতে দেওয়া হবে না।
গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে, তার কোনও হিসাব পরিবহণদপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় ১৫ লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে। পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত, তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। এর পাশাপাশি আগামিদিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.