Advertisement
Advertisement
Anandpur

আনন্দপুরে তুমুল গণ্ডগোল! দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, জখম ২

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত তিন রাউন্ড গুলি চলেছে।

Huge chaos at Anandpur, firing allegedly ensues

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 12, 2025 12:37 am
  • Updated:September 12, 2025 12:37 am   

অর্ণব আইচ: রাতদুপুরে তুমুল অশান্তি আনন্দপুরে। অভিযোগ, এলাকার গুলশান কলোনিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলেছে গুলি। দু’জনের জখম হওয়ার কথাও জানা গিয়েছে। যদিও পুলিশের দাবি, রড ও চপারের আঘাতেই ওই চোট। দুই আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত বিবরণ জেনেছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? দাবি, এক কারখানাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। এরপরই নাকি সংঘর্ষ বেঁধে যায়। চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ড গুলি চলেছে।

পরে পুলিশ এলাকায় পৌঁছয়। গুলি চলার প্রমাণ হিসেবে কার্তুজের খোল খোঁজার চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থল থেকে। জানা গিয়েছে, দুই আহত ব্যক্তির মধ্যে একজন কারখানার মালিক। জানা যাচ্ছে, আহতদের থেকে কয়েকটি নাম পুলিশ জানতে পেরেছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ