Advertisement
Advertisement
Newtown

একাধিক পরকীয়া, স্বামীর অনুপস্থিতিতেই অন্তঃসত্ত্বা স্ত্রী! নিউটাউনে মহিলা খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের জালে মহিলার স্বামী।

Husband arrested in Newtown murder case
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 23, 2025 2:03 pm
  • Updated:July 23, 2025 2:03 pm  

দিশা ইসলাম, বিধাননগর: নিউটাউনের গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের বধূ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। স্বামী দিল্লিতে কর্মরত থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মৃতা। তাতেই অশান্তির সূত্রপাত। এরপর স্ত্রীর একাধিক সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত। কিন্তু বহুবার স্ত্রীকে বুঝিয়েও ঘরমুখী করতে পারেননি বলেই খবর। পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে সেই কারণেই খুন।

Advertisement

মঙ্গলবার নিউটাউনের গেস্ট হাউসে মেলে মহিলার দেহ। তারপরই খুনের অভিযোগে আটক করা হয় তাঁর স্বামীকে। টানা জেরায় প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দীর্ঘদিন ধরেই মৃতার স্বামী অর্থাৎ ধৃত বিশ্বজিৎ মণ্ডল দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। সেখানে থাকাকালীন জানতে পারেন স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবেই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। এক পর্যায়ে বাড়ি ফিরে আসেন বিশ্বজিৎ। তাতেও থামেননি মৃত ইতিকা। একাধিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। পরে বিশ্বজিৎ ইতিকার মোবাইলে একাধিক পুরুষের সঙ্গে তাঁর ছবি দেখতে পান। তা নিয়ে ঝামেলার মাঝেই স্ত্রীকে নিয়ে কলকাতা আসেন বিশ্বজিৎ।

জানা গিয়েছে, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউসে স্ত্রীর সঙ্গে এই নিয়ে অশান্তি হয়। তাতেই বধূ সাফ জানান, তাঁকে মাসে ১০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় যেভাবে চলছেন, সেভাবেই চলবেন। এতেই রেগে যান বিশ্বজিৎ। বেল্ট গলায় জড়িয়ে স্ত্রীকে বলতে থাকেন, ‘শুধরে যা, নাহলে মেরে দেব’। তাতেও দমেননি ইতিকা। এরপরই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে বিশ্বজিৎ। নিজেই সে ডায়াল করে ১০০।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement