সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই তিনি মানবদরদী হিসেবে পরিচিত। কারোর বিপদ শুনলে ছুটে যাওয়া তাঁর বহু পুরনো অভ্যেস। এবার একুশের মঞ্চে আরও একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেই মানবদরদী রূপের পরিচয় মিলল। দুস্থ তৃণমূলকর্মীদের পাশে দাঁড়ানোরও বার্তা দিলেন তিনি।
মাঝেমধ্যে অভিযোগ আসে, রাজ্যের কিছু তৃণমূল (TMC) নেতা-কর্মী খুব খারাপ অবস্থায় রয়েছেন। তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তৃণমূল নেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, “কোনও কর্মী যদি খেতে না পান, তাহলে আমাকে খবর দিন, আমার দু-তিন মাস সময় লাগবে। কিন্তু একটা সিস্টেম করে দেব।”
দলের কর্মীদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, আমি চাই কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে-গ্রামে ঘুরবে। সাংসদরা প্রয়োজনে রিক্সা করে ঘুরবে। মানুষের কাছে যাবে। চায়ের দোকানে বসবেন। দরকারে একজনকে চা খাওয়াবেন কর্মীরা। কিন্তু চায়ের দোকানের টাকায় চা খাবেন না। মনে রাখবেন ওঁরাও গরিব লোক। এমন অভিযোগ যেন না পাই।”
উল্লেখ্য, শহিদ দিবসের (Shahid Diwas) মঞ্চ থেকে দলীয় কর্মীদের শৃঙ্খলারক্ষার কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, “তৃণমূল মানুষের জন্য। তৃণমূল নিজেদের করে খাওয়ার জায়গা নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.