Advertisement
Advertisement

Breaking News

PM Modi

অনুদান নিলে পুজো প্যান্ডেলে রাখতে হবে মোদির ছবি! আজব ফরমান বঙ্গ বিজেপির

বিজেপির এই নিদানে তুঙ্গে বিতর্ক।

Image of PM Modi mandatory for pandals getting aid, says BJP
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2025 5:39 pm
  • Updated:September 15, 2025 5:39 pm   

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একই পথে হাঁটছে বঙ্গ বিজেপিরও! সূত্রের খবর, কলকাতার কিছু ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু শর্ত হিসেবে বলা হয়েছে প্যান্ডেলের বাইরে রাখতে হবে মোদির ছবি। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।

Advertisement

সূত্রের খবর, কলকাতার কয়েকটি ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। সম্ভবত মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই ঠিক করবে কোন ক্লাব কত টাকা পাবে। তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে রয়েছে শর্ত। জানা যাচ্ছে, টাকা নিলে ক্লাবগুলোকে মণ্ডপের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। তবে বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাঁদের যুক্তি, “এটা কোনও অন্যয় নয়। সরকার টাকা দিলে যদি পুজো কমিটিগুলো মমতা আর অভিষেকের ছবি রাখতে পারে, তবে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখতে অসুবিধা কোথায়?”

গত কয়েকবছর ধরে ক্লাবগুলোকে পুজোর অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মানুষের মন জিততে বিজেপির অনুদান দেওয়ার ভাবনাকে কটাক্ষ করেছে তৃণমূল। তবে দুর্গাপুজোকে এভাবে রাজনীতির অংশ করে তোলা নিয়ে প্রশ্ন তুলছে আমজনতা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ