সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে খাস কলকাতায় অ্যাসিড হামলা! অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন এক মহিলা। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক। আক্রান্ত মহিলার অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই তাঁর উপর অ্যাসিড হামলা হয়েছে।
[ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে নিষিদ্ধ ড্রাগস পাচার, সল্টলেকে মাদকচক্রের পর্দাফাঁস]
দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রীতে দিনদুপুরে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত মহিলার দাবি, অভিযুক্ত যুবক তাঁর পূর্ব পরিচিত। গত বেশ কয়েক দিন ধরেই ওই মহিলাকে উত্যক্ত করছিল সে। কুপ্রস্তাবও দিয়েছিল। কিন্তু, তাতে রাজি হননি ওই মহিলা। সেই আক্রোশেই মঙ্গলবার বিকেলে প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে লক্ষ্য অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। তবে অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আক্রান্ত মহিলা। অ্যাসিডে পা ঝলসে গিয়েছে। ঘটনার পর, আক্রান্ত মহিলাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর, ওই মহিলাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।
[সেলিব্রিটি ডিজের মুখোশের আড়ালে কীভাবে মাদকের কারবারে মেতেছিল নিখিল?]
এ রাজ্যে অ্যাসিড হামলার ঘটনা নতুন নয়। এতদিন গ্রামে কিংবা মফস্বলে প্রেমে অরাজি হওয়ায় কিংবা কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় অ্যাসিড হামলার শিকার হতে হয় মহিলাদের। তবে শহর কলকাতায় এরআগে কখনও অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি। ঘটনায় আতঙ্কিত স্থানীয় মহিলারা।
[কৃত্রিম পায়ে ভর করেই রাজপথে ফেরার স্বপ্ন ট্রাফিক সার্জেন্ট সুদীপের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.