সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের আয়কর প্রবর্তনের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগ কলকাতার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে ১৬৬তম আয়কর দিবস অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সঙ্গে উদযাপন করেছে। অনুষ্ঠানটি জাতীয় উন্নয়নে করদাতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার প্রতি বিভাগের অঙ্গীকারকে সম্মান জানানো এবং প্রত্যক্ষ কর প্রশাসনের নিরলস প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্নাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর বিভাগের প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত সুরভি বর্মা গর্গ। ছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের আয়কর (অনুসন্ধান) বিভাগের মহাপরিচালক অশোককুমার সারোহা। বিভাগের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ও কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্মানীয় বক্তাগণ তাঁদের ভাষণে করদাতাদের এক দৃঢ় ও স্বনির্ভর জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন। তাঁরা রাজস্ব সংগ্রহে বিভাগের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে স্বেচ্ছায় কর পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কৃতিত্বপূর্ণ সেবা ও নিষ্ঠার জন্য সংবর্ধনা দেওয়া হয়। ‘Young Tax Leaders Campaign’-এর অংশ হিসেবে নির্বাচিত কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রচনা লেখা ও পোস্টার তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিনজন বিজয়ীকে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কর সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার এবং দেশ গঠনে গর্বিত অংশীদার হিসেবে নাগরিকদের আর্থিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার নবীন প্রতিশ্রুতি গ্রহণের মাধ্যমে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.