সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছাবার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর সাফ বার্তা, ‘দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে।’
শুক্রবার সকালে এক্সহ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানেই তিনি লেখেন, ‘আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই। এই মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন-এর এর মতো সোনার ছেলে-মেয়ের। এই বাংলাই সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।”
দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে বলে আশ্বাস দিয়ে তিনি লিখলেন, ‘যে সোনার দেশের স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত, এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন।’
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
প্রণাম জানাই আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীদের – তাঁদের দেশপ্রেম, নির্ভীক আত্মবলিদানই এই দিনটিকে সম্ভব করে তুলেছিল।
আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,…
— Mamata Banerjee (@MamataOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.