Advertisement
Advertisement
Indian Railways

সিঁদুরে জোর! রেল চত্বরে বৃক্ষরোপনে প্রাধান্য মোদির দেখানো সিঁদুর গাছ

বিশ্ব পরিবেশ দিবসে সিঁদুর গাছ খুঁজতে নার্সারির দ্বারস্থ হতে হয়েছিল রেলকে।

Indian Railways stresses to Sindoor trees for plantation in rail campus
Published by: Sucheta Sengupta
  • Posted:June 6, 2025 11:57 pm
  • Updated:June 6, 2025 11:57 pm  

সুব্রত বিশ্বাস: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা কি নতুন করে চিনিয়ে দিল সিঁদুর গাছকে? বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি বাসভবনে সিঁদুর গাছের চারা রোপন করায় ফের এই গাছ নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতবাসী গুগল সার্চ করে চিনছেন সেই গাছ, এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশ্ব পরিবেশ দিবসে ভারতীয় রেলও অধিকাংশ রেল কলোনি, পার্কিং জোন, স্টেশনে এই সিঁদুর গাছ লাগানোর নির্দেশ দিয়েছিল জোনগুলিতে। সেই নির্দেশ মানতে হিমশিম দশা হল রেলের কর্তাদের। যে হর্টিকালচার এজেন্সি রেলকে গাছের জোগান দেয়, তারাও সেই গাছ জোগাড় করতে বড় নার্সারিগুলির দরজায় কড়া নাড়ল। তবে সিঁদুর গাছের চারা মিলেছে ঠিকই।

রেলের ইঞ্জিনায়ারিং বিভাগ সূত্রে বলা হয়েছে, ফলের গাছের রোপন বাড়াতে রেল বরাবর তৎপর। তবে এবার তারা প্রাধান্য দিয়েছে সিঁদুর গাছকে। তা বিশেষ পরিচিত না হওয়ায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের দ্বারস্থও হতে হয়েছে রেলকে। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার বলেন, ”এই গাছ থেকে সিন্দুর তৈরি হয়, যা বিবাহিত মহিলারা ব‌্যবহার করেন।” রেলের পরিবেশের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা কৃষি বিজ্ঞান থেকে প্রথমিকভাবে জানতে পারে, সিন্দুর গাছ হল বিক্সা ওরেলানা জাতীয় উদ্ভিদ, যা মূলত অ‌্যানাট্টো বা লিপস্টিক গাছ নামে পরিচিত। কার্যত উষ্ণ অঞ্চলের উদ্ভিদ। এর বীজ কমলা ও লাল রংয়ের জন‌্য বিখ‌্যাত। অ‌্যানাট্টো রং যা প্রকৃতিক খাদ‌্য রংয়ের উপাদান। চির সবুজ গুল্ম প্রজাতীয় এই গাছ ২০-৩০ ফুট লম্বাও হয়।

পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ-সহ অন‌্য ডিভিশনগুলিতে অবস্থিত রেল কলোনি, স্টেশন, বাগানে বিশ্ব পরিবেশ দিবসে লাগানো হাজার হাজার গাছের মধ্যে ফলের প্রাধান‌্য ছিল বেশি। যার মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সবেদা, লিচু, কাস্টার্ড আপেল ছাড়াও রয়েছে সিঁদুর গাছ। যা এবার অতি পরিচিতের পর্যায়ে আনা হল পহেলগাঁও হামলার পর। রেলকর্তাদের বক্তব্য, স্টেশনের গাছগুলি উন্নয়নের জন‌্য কাটা পড়ছে। তবে পরিবেশের ভারসাম্যে জোর দেওয়া হয়েছে, স্টেশন চত্বরেও লাগানো হচ্ছে সেই গাছ। গাছ যাতে প্রকৃত যত্ন পায়, সেজন‌্য তৎপর হতে বলা হয়েছে ইঞ্জিনায়ারিং বিভাগকেও। শুধু গাছ লাগানো নয়, পরিচর্যা জরুরি। পরিবেশ রক্ষায় দায় রয়েছে রেলের – এটাই প্রমাণ করতে বৃক্ষ রোপন যজ্ঞ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement