Advertisement
Advertisement
Kolkata and London Flight

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত ইন্ডিগোর

কত ভাড়া জানেন?

IndiGo to launch one-stop flight between Kolkata and London
Published by: Sayani Sen
  • Posted:October 15, 2025 10:03 pm
  • Updated:October 15, 2025 10:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া। চালু হতে চলেছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। তবে আপাতত মুম্বই হয়ে লন্ডন পৌঁছতে হবে যাত্রীদের। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে পরিষেবা। কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে কলকাতা – দু’দিকে ওইদিন পাওয়া যাবে পরিষেবা। ভাড়া মাত্র ২২ হাজার টাকা।

Advertisement

Kolkata-london

প্রসঙ্গত, কলকাতা থেকে সরাসরি বিমান না থাকায়, অন্য কোনও রাজ্য যেমন নয়াদিল্লি বা মুম্বই হয়ে লন্ডন যেতে হয়। অথবা দুবাই, কাতার থেকে ফের বিমান ধরতে হয়, যার ফলে অনেকটা সময় অপচয় হয়। চলতি বছরের মার্চে লন্ডনে পৌঁছে হাই কমিশনে বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলা বেশি দূরে নয়। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”

Mamata Banerjee London Visit: WB CM speaks on harmony
লন্ডনের ভারতীয় হাই কমিশনের আলোচনাচক্রে বাংলার মুখ্যমন্ত্রী। ফাইল ছবি।

লন্ডনের হাই কমিশনের পর বণিকসভাতেও একই আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার তিনি বলেন, “কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, “আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরই কলকাতা-লন্ডন সরাসরি বিমানের পরিকল্পনা শুরু করে ব্রিটিশ এয়ারওয়েজ। আর এবার কলকাতা-লন্ডন উড়ান পরিষেবার সিদ্ধান্ত ইন্ডিগোর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ