Advertisement
Advertisement
Durga Puja 2025

খুঁটিনাটি জেনে দেবী দুর্গার পুজোর আয়োজন, এবার কোর্স করছেন শিল্পপতি-সাহিত্যিকরা

কোথায়, কবে থেকে শুরু হবে এই ক্লাস?

Industrialists and writers are taking a course to organize Durga Puja with detailed knowledge
Published by: Suhrid Das
  • Posted:August 30, 2025 6:25 pm
  • Updated:August 30, 2025 7:27 pm   

স্টাফ রিপোর্টার: মা আসছে। বচ্ছরকার দিনগুলোর জন্য অপেক্ষা সারা বছরের। প্রাণমনে দশভুজার পুজো করতে চান অনেকেই। নিষ্ঠা সহকারে অকাল বোধনই লক্ষ্য হয়ে ওঠে তাঁদের। এই চাওয়ার তালিকায় যেমন শিল্পপতি রয়েছেন, তেমনই রয়েছেন প্রথিতযশা সাহিত্যিক, অধ‌্যাপিকারাও।

Advertisement

নবপত্রিকার স্নান করানো থেকে সন্ধিপুজোর খুঁটিনাটি, চণ্ডীপাঠ থেকে হোমযজ্ঞ, বোধন থেকে বিসর্জনের যাবতীয় রীতি শিখতে শুরু হচ্ছে কোর্স। দুর্গোপুজোর প্রশিক্ষণের কোর্স। শোভাবাজার রাজবাড়িতে ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে কোর্স। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। রোজ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ক্লাস। শুধু থিওরি নয়, প্র‌্যাকটিক‌্যাল ক্লাসও হবে। ৭ সেপ্টেম্বর প্র‌্যাকটিক‌্যালে শেখানো হবে হোম-যজ্ঞ, কলাবউ স্নান, চণ্ডীপাঠ– পুজোর যাবতীয় উপাচার। এমনটাই জানিয়েছেন শিবিরের আয়োজক সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ‌্যাকাডেমির অধ্যক্ষ ডা. জয়ন্ত কুশারী।

কোনও পুরোহিত যদি দুর্গোপুজোর ব‌্যাপারে গাফিলতি করেন, তা হলে এই প্রশিক্ষণের দৌলতে তা ধরে ফেলা যাবে। ফলে, এই প্রশিক্ষণ শিবির বা কোর্সের যথেষ্ট কার্যকারিতা রয়েছে। এমনটাই মনে করছেন ফোরাম ফর দুর্গোৎসবের সহ-সভাপতি শাশ্বত বসু। তাঁর পর্যবেক্ষণ, ‘‘খুব ভালো উদ্যোগ। শিবিরের সাফল্য কামনা করি।’’ শিবিরের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দর পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ। উপস্থিত থাকবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজা মহারাজ, সঙ্গীত পরিচলাক ডঃ উপালী চট্টোপাধ্যায়, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মুখরোচক-এর কর্ণধার প্রণব চন্দ্র, অধ‌্যাপিকা সুলগ্না চট্টোপাধ‌্যায় প্রমুখ। শেষের তিনজন কোর্সটিও করছেন। থাকছে শাস্ত্র ও বিজ্ঞানের সমন্বয়সাধন নিয়ে আলোচনাসভা। এছাড়া পঞ্চানন কুশারী স্মৃতিতীর্থ স্মারকগ্রন্থ প্রকাশ ও বক্তৃতাও থাকছে অনুষ্ঠানসূচিতে।

জয়ন্তবাবু বলেন, “আমরা পুরোহিত ব্রাহ্মণ এবং আয়োজকদের বিশুদ্ধ আচার ব্যবহার ও ক্রিয়াকলাপ শেখানোর জন্য ন’দিনের দুর্গাপুজো বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি শোভাবাজার রাজবাড়ির দুর্গাদালানে। কোর্স শেষে পরীক্ষার ব্যবস্থা আছে। রয়েছে সোনা, রূপা ও ব্রোঞ্জের মেডেলের ব্যবস্থা। সান্ত্বনা পুরস্কার অবশ্য সকলের জন্যই থাকছে। পুজোর প্রস্তুতি, পুজোর ক’দিন শরীর-মনের শুচিতা কীভাবে বজায় রাখতে হবে, কী কী নিয়ম মেনে চলতে হবে, সবটাই শেখানো হবে।” জানা গিয়েছে, প্রায় ৭৫ জন এই কোর্স করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রায় শেষের পর্বে। জয়ন্তবাবুর দাবি, এই কোর্স করা থাকলে নিষ্ঠা সহকারে পুজোর কাজ করা যাবে। পুরোহিত পুজোয় কোনও ভুল করলে তা শুধরেও দেওয়া যাবে। ১১ সেপ্টেম্বর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয় উপাচার্য রাজকুমার কোঠারি। উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাক্তন অধ্যাপক ড. অমিত ভট্টাচার্য। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ‌্যাকাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারী। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বৈদিক মঙ্গল আচরণ ও আগমনী সঙ্গীতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ