Advertisement
Advertisement
ITAT

করদাতাদের বিশ্বস্ত ‘বন্ধু’, কলকাতায় পালিত ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালের প্রতিষ্ঠা দিবস

১৯৪১ সালেই মুম্বই ও দিল্লির পাশাপাশি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ITAT-এর শাখা।

ITAT Kolkata celebrated 84th foundation day

কলকাতায় পালিত হল ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালের ৮৪তম প্রতিষ্ঠা দিবস।

Published by: Kishore Ghosh
  • Posted:January 25, 2025 8:22 pm
  • Updated:January 25, 2025 9:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় পালিত হল ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা ITAT-র ৮৪তম প্রতিষ্ঠা দিবস। উল্লেখ্য, আয়কর আইন ১৯২২-এর ৫এ ধারার অধীনে ১৯৪১ সালে গঠিত হয়েছিল করদাতাদের বিশ্বস্ত ‘বন্ধু’ হিসেবে অভিহিত সংস্থাটি। যা বর্তমানে ১৯৬১ সালের ২৫২ ধারার আওতায় কাজ করে থাকে। করদাতাদের দ্রুত এবং কার্যকরী ন্যায়বিচার প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ITAT। যেখানে করদাতাদের সাহায্যের জন্য রয়েছেন আইনি এবং হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) বিশেষজ্ঞরা। যাঁদের লক্ষ্য হল ‘নিরপেক্ষ সুলভ সত্বর ন্যায়’ বিচার প্রদান।

Advertisement

১৯৪১ সালেই মুম্বই ও দিল্লির পাশাপাশি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ITAT-এর শাখা। বর্তমানে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনাল কলকাতার নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট দুভুরু আর এল রেড্ডি। ৮৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। এছাড়াও ছিলেন রাহুল কার্না (প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, পশ্চিমবঙ্গ ও সিকিম), অশোক সরোহা (ডিরেক্টর জেনারেল অফ ইনভেস্টিগেশনস, কলকাতা), নিবেদিতা বিশ্বাস (চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স-৫, কলকাতা), এস কে তুলসিয়ান (প্রেসিডেন্ট অফ ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন, কলকাতা) এবং সুমন চৌধুরী (প্রেসিডেন্ট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস লাইব্রেরি অ্যাসোসিয়েশন)। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবারের অনুষ্ঠানে অংশ নেন ITAT-এর পাটনা, কটক, গুয়াহাটি এবং রাঁচির সদস্যরা।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে রাহুল কার্না তুলে ধরেন আয়কর দপ্তর এবং ITAT-এর সম্পর্কের কার্যকারিতার বিষয়টি। অশোক সরোহা জানান, করদাতার সঠিক আয়ের মূল্যায়নে ITAT-এর ভূমিকা কতখানি। নিবেদিতা বিশ্বাস বলেন, আয়কর বিভাগে কর্মরত আধিকারিকদের গুরুত্ব কতটা। এস কে তুলসিয়ান এবং সুমন চৌধুরী উভয়ই ITAT-এর কার্যকারিতা তথা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ভিডিও কনফারেন্সে পাটনা, কটক এবং রাঁচির একজন করে প্রতিনিধিও ভাষণ দেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হল অনুষ্ঠান।

এদিন ভাইস প্রেসিডেন্ট দুভুরু আর এল রেড্ডি জানান, ভবিষ্যতে ITAT-এর কলকাতা শাখা আরও দক্ষতার সঙ্গে কাজ করবে। চলতি বছরের মাঝামাঝির মধ্যে সংস্থার নতুন ভবন তৈরি হয়ে যাবে। ট্রাইব্যুনালের সমস্ত কাজে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য ট্যাক্স বার অ্যাসোসিয়েশন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন তিনি।

১৯৪১ সালে প্রতিষ্ঠাকালে ছয় সদস্যের সংস্থার তিনটি শাখা ছিল। যথাক্রমে দিল্লি, মুম্বই এবং কলকাতায়। বর্তমানে ৬৩টি শাখা রয়েছে ITAT-এর। সদস্য সংখ্যা ১২৬। এখনও পর্যন্ত তিরিশজন এমন ITAT সদস্য রয়েছেন, যাঁরা পরবর্তীকালে উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে দায়িত্ব পান। তাঁদের অন্যতম মাধবী দেবী। যিনি বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ