রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় হেনস্তার অভিযোগ। ‘অসুস্থ’ বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং বঙ্কিম ঘোষ। তাঁদের দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি বিধায়কদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন জে পি নাড্ডার।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন। তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি। পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শংকর ঘোষকে সাসপেন্ড করা হয়।
তাঁকে বিধানসভা থেকে বের করতে মার্শাল ডাকা হয়। সেই সময় মার্শালকে বাধা দেন শংকর। হাতাহাতি শুরু হয়। অভিযোগ, ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান শংকর। এরপর বিজেপি বিধায়ককে বাইরে বের করে দেওয়া হয়। গেরুয়া শিবিরের দাবি, ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শংকর ঘোষ। শুভেন্দু অধিকারী তাঁকে হাসপাতালে পাঠান। সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক। তবে তারপরও বিধানসভায় অশান্তি চলতে থাকে। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে দাবি করেন, বঙ্কিম ঘোষের হৃদযন্ত্রে স্টেন বসানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই প্রসঙ্গে জে পি নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর। ‘অসুস্থ’ বিধায়কদের ছবি, ভিডিও নিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.