সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল। এবার বালি পুরসভাকে হাওড়া থেকে আলাদা করা নিয়ে সংশোধনী সংক্রান্ত রিপোর্ট তলব করলেন ধনকড়। এবিষয়ে বিধানসভায় কী কী আলোচনা করা হয়েছে, তাও জানতে চেয়েছেন তিনি।
রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সম্পর্ক কোনও দিনই মধুর ছিল না। বারবার একাধিক ইস্যুতে একে অপরকে আক্রমণ করেছেন। এবার বালি পুরসভাকে আলাদা করা প্রসঙ্গে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলেন জগদীপ ধনকড়। রবিবার টুইটে আলাদা বালি পুরসভা নিয়ে সংশোধনী সংক্রান্ত রিপোর্ট চাইলেন তিনি। বিধানসভায় এ সংক্রান্ত যা আলোচনা হয়েছে তার বিবরণ জানতে চেয়েছেন ধনকড়। রাজ্যের বিরোধিতা করতেই এই রিপোর্ট তলব বলেই দাবি তৃণমূলের একাংশের।
For taking a call under Article 200 of Constitution WB Governor Shri Jagdeep Dhankhar has sought official report of debates & relevant details as regards Howrah Municipal Corporation (Amendment) Bill, 2021 as inputs are wanting on substance and procedural counts.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
উল্লেখ্য, বালির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল বালিকে আলাদা পুরসভা করার। স্থানীয় বাসিন্দাদের কাছে আরও বেশি করে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে তাঁদের দাবি মেনে ফের হাওড়া (Howrah) পুরনিগমকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। জানিুয়ারি মাসে নবান্নে (Nabanna) ক্যাবিনেট বৈঠকের এ সিদ্ধান্তে সিলমোহর পড়ে। কিছুদিন আগে বিধানসভায় পাশ হয়েছে হাওড়া পুরনিগমকে ভেঙে বালিকে আলাদা পুরসভা করার প্রস্তাব।
জেলা প্রশাসন সূত্রে খবর, ১৮৮৩ সালে প্রথম বালি পুরসভা গঠিত হয়। ১৯৬২ সালে একে হাওড়া পুরনিগমের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হলেও সেসময় তা হয়নি। অবশেষে ২০১৫ সালে তা হয়। হাওড়া পুর নিগম এলাকায় ৫০টি ওয়ার্ড আগেই ছিল। বালিকে সংযুক্ত করে হাওড়ায় মোট ৬৬টি ওয়ার্ড হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.