সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোট নিয়ে আগে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। দাবি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন পরিচালনার। সোমবার জাতীয় ভোটার দিবসে টুইটে আরও একবার কার্যত সেকথাই বললেন ধনকড় (Jagdeep Dhankhar)। খোঁচা দিলেন রাজ্য পুলিশকে।
রাজ্য-রাজ্যপাল সম্পর্ক কোনওদিনই খুব একটা মধুর নয়। বারবার রাজ্যের নানা সিদ্ধান্তের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে জগদীপ ধনকড়কে। কখন সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকেও। পালটা দিতে ছাড়েনি রাজ্যও। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের। রাজ্যের অশান্তির জন্য দায়ী করেছেন তৃণমূল সরকারকেই। ২৫ জানুয়ারি, জাতীয় ভোটার দিবসের সকালে টুইটে আবারও সেকথাই বললেন ধনকড়। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, “সমস্ত ভোটারদের সচেতন, নিরাপদ ও সমস্ত বিষয়ে অবহিত করুন।”
Make all efforts to make Voters Empowered, Vigilant, Safe and Informed
Atmosphere of fear for Voter-the supreme stake holder, must be overcome.
Absence of political neutrality would be culpable leading to consequences
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1)
এদিন টুইটে ভোটারদের নিরাপত্তার কথাও বলেন ধনকড়। কোনওভাব যেন ভয়ের পরিবেশ তৈরি না হয় সেদিকে নজর রাখার কথা বলেন। ফের আক্রমণ করেন পুলিশকে। পরামর্শ দেন নিরপেক্ষভাবে কাজ করার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.