Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee-Omar Abdullah Meet

পহেলগাঁও হামলার পর পাশে দাঁড়িয়েছেন মমতা, ‘দিদি’কে কাশ্মীরে আমন্ত্রণ ওমর আবদুল্লার

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ওমর আবদুল্লার।

Jammu and Kashmir's CM Omar Abdullah invites WB CM Mamata Banerjee
Published by: Sayani Sen
  • Posted:July 10, 2025 4:59 pm
  • Updated:July 10, 2025 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলার ‘দিদি’। তাই তাঁর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ জানাতে জম্মু ও কাশ্মীর থেকে বাংলায় ওমর আবদুল্লা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত একবার ভূস্বর্গে যাওয়ার আমন্ত্রণও জানান তিনি। পালটা আবার ওমর আবদুল্লাকে দুর্গাপুজোয় আমন্ত্রণ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement

বৈঠক শেষে ওমর আবদুল্লা বলেন, “দিদিকে বলেছি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।” তিনি আরও বলেন, “পহেলগাওয়ের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর। দিনে ৫০টা বিমান যেত, তা নেমে গিয়েছিল ১৫-তে, এখন আবার বেড়ে হয়েছে ২০-২৫। কলকাতা থেকেও সরাসরি বিমান চালু হয়েছে। পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তাঁরা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি ফাঁকা কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি, এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গি হামলায় প্রাণ হারান নিরীহ পর্যটকরা। ভারতের পালটা জবাব অপারেশন সিঁদুর। গোলাগুলিতে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমূল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া-সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। স্বজনহারা পরিবারগুলির সঙ্গে কথা বলেন। জম্মু-কাশ্মীরের সীমান্তে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা তৃণমূলনেত্রী যে ভেবেছেন তাতে আপ্লুত ওমর। আগামী দিনে বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়ে আগেই আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এবার একেবারে পাশে দাঁড়িয়ে ধন্যবাদ জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement