ফাইল ছবি
গোবিন্দ রায়: হাই কোর্টে জামিন পেলেন আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিং। ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের মামলায় জামিন পেলেন জয়ন্ত। একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। তবে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
জয়ন্তর বিরুদ্ধে মারধর-সহ বিভিন্ন অভিযোগে রয়েছে একাধিক মামলা। তার মধ্যে একটি মামলায় জামিন পেলেন তিনি। তবে তা শর্তসাপেক্ষে। আদালত জানিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঢুকতে পারবেন না আড়িয়াদহের ‘ত্রাস’। তদন্তে সহযোগিতা করতে হবে। সাক্ষীদের প্রভাবিত করতে পারবে না তিনি। তবে জামিন পেলেও জেলমুক্তি ঘটছে না তাঁর। আরও একটি মামলার সূত্রে কারাগারেই থাকতে হবে তাঁকে। অক্টোবর মাসের শেষে সেই মামলার শুনানি রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই মাসে উঠে আসে জয়ন্তের কাণ্ডকারখানা! মধ্যরাতে মদ্যপ অবস্থায় দুই যুবক-সহ একজনের মাকে বেধড়ক মারধরের অভিযোগে চরম উত্তপ্ত হয়েছিল বেলঘরিয়া থানার আড়িয়াদহ কেদারনাথ সিংহ রোড এলাকা। এরপর থেকে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিল এলাকাবাসী। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর উঠে আসে একের পর অভিযোগ। তালতলা স্পোর্টিংয়ে একজনের হাত-পা দু’দিক থেকে টেনে ধরে তালিবানি কায়দায় লাঠি দিয়ে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়। ওইদিনই এই ক্লাবে আরেকটি পাশবিক অত্যাচারের ভিডিও প্রকাশ পায়। জয়ন্ত ও তাঁর দলবলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে। পুলিশ গ্রেপ্তার করে জয়ন্তকে। দায়ের হয় একাধিক মামলা। তারই একটিতে জামিন পেলেন জয়ন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.