Advertisement
Advertisement

Breaking News

Justice Abhijit Gangopadhyay

প্রাথমিকের মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কোন কারণে?

প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি পাঠানো হল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। সূত্রের খবর, বিচারপতি মনে করছেন, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া উচিত।

Justice Abhijit Gangopadhyay withdraws from one case of Primary Education | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 15, 2024 4:48 pm
  • Updated:January 15, 2024 5:09 pm  

গোবিন্দ রায়: প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি পাঠানো হল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। সূত্রের খবর, বিচারপতি মনে করছেন, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া উচিত। মামলাটি কী?

Advertisement

এই মামলার সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই। পঞ্চম শ্রেণিকে পুরোপুরি প্রাথমিকের অন্তর্গত করতে কলকাতা হাই কোর্টে মামলা রুজু করেছিলেন মামলাকারী বিজেশ গাজী। তাঁর দাবি, রাজ্যের বহু হাই  স্কুলে পঞ্চম শ্রেণি পড়ানো হয়। কিন্তু পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের পড়ুয়া হিসেবেই গণ্য় করা হয়। এই ধন্দ ঘুচিয়ে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় আনার দাবিতে মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবীর সওয়াল, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের একটাই পরীক্ষা হয়। একটাই টেট নেওয়া হয়। তাহলে কেন পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না?

[আরও পড়ুন: জনতার সাহায্য করা দরকার, সেনা সরাতে মালদ্বীপের চাপের মুখেও মানবদরদি ভারত]

এদিন মামলার শুনানি চলাকালীন এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টির সঙ্গে রাজ্য সরকারের শিক্ষানীতি জড়িয়ে রয়েছে। এটিকে জনস্বার্থ মামলা হিসেবে গণ্য করা উচিত। তাই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানোর কথা বলেন। 

[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement