Advertisement
Advertisement
Calcutta HC

ভাষাকে ভালোবেসে… ‘মাই লর্ড’ নয়, হাই কোর্টে দিনভর বাংলায় শুনানি এই বিচারপতির এজলাসে

নিজেই একবার ইংরাজি শব্দ বলে ফেলেন বিচারপতি, পরক্ষণেই শুধরে নেন।

Justice Biswajit Basu of Calcutta HC considered only Bengali in hearing to pay tribute to Mother Language on February 21

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:February 21, 2025 10:14 pm
  • Updated:February 22, 2025 10:13 am  

গোবিন্দ রায়: ভাষা শহিদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় শুনানির ইচ্ছেপ্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু ইচ্ছেপ্রকাশ নয়, ২১ ফেব্রুয়ারি তা বাস্তবায়িতও করলেন তিনি। শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাতেই সওয়াল-জবাব হল তাঁর এজলাসে। আর তা হাই কোর্টের ইতিহাসে হয়ে রইল আরেক উজ্জ্বল অধ্যায়।

Advertisement

রোজের মতো শুক্রবারও আদালতের উল্লেখ পর্বে ‘মাই লর্ড…’ সম্বোধন করে কিছু বলতে যাচ্ছিলেন এক আইনজীবী। তৎক্ষনাৎ তাঁকে থামিয়ে বিচারপতি বসু বলে উঠলেন, “বাংলায় কথা বলুন। আজ একুশে ফেব্রুয়ারি।” ভাষা দিবসকে শ্রদ্ধা জানাতে এরপর গোটা দিনই বাংলায় শুনানি হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

তবে তাল যে কাটেনি, তা নয়। বিশেষত বাংলায় সওয়াল করতে বেশ পেতে হয় আইনজীবীদের। শুধু আইনজীবীরাই নন, কিছুক্ষণেই মধ্যে নিজেই ইংরেজিতে একটি শব্দ বলে ফেলেন বিচারপতি! তারপর আবার নিজেই বলে ওঠেন, “যাহ! এই দেখুন, আমি নিজেই ইংরেজি বলে ফেললাম।” পরক্ষণেই বিচারপতি বলেন, “আমার ভাষা আসলে খুব কঠিন। অথচ উত্তর ও মধ্য ভারতে আদালতের সব কাজকর্ম হিন্দিতেই হয়। এমনকি অর্ডারও হিন্দিতেই লেখা হয়।”

এরপর বিচারপতি বসুর এজলাসে মামলার কাজ বাংলাতেই চলতে থাকে আইনজীবীরাও হোঁচট খেতে খেতেই বাংলায় সওয়াল-জবাব করতে থাকেন। তারই মধ্যে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলা ভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিচারপতির বসুর কিছুক্ষণ আলোচনা চলে। বিচারপতির বসুর গলায় আক্ষেপের সুর শোনা যায়। তিনি বলেন, ”আমাদের লজ্জা যে মাতৃভাষা ভুলছি।”  যদিও বিচারপতি বা আইনজীবী কেউই শুদ্ধ বাংলায় মামলা চালাতে পারেননি। মাঝেমাঝে ইংরাজি শব্দ এড়ানো যায়নি। প্রসঙ্গত, বাংলায় শুনানি এই প্রথম নয়, এর আগেও বিচারপতি থাকাকালীন একবার গোটা দিন বাংলায় শুনানি করেছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁরই ছায়া দেখা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement