সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে SIR চলছে। বাংলায় এসআইআর হবে কিনা, তা নিয়ে জোর চর্চা। যদিও জাতীয় নির্বাচন কমিশন এখনও বাংলার এসআইআরের দিনক্ষণ নিয়ে কিছুই জানায়নি। সময়মতো জানানো হবে বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তারই মাঝে বিস্ফোরক অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমসের বিরুদ্ধে মেন্টাল হেলথ সার্ভের নামে ঘুরপথে NRC করার অভিযোগ করলেন তিনি। যদিও কল্যাণী এইমসের এক আধিকারিক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। রুটিনমাফিক সমীক্ষা বলে দাবি করেছেন ওই আধিকারিক।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কল্যাণী এইমসকে অনেক সাহায্য করেছি। উদ্বোধনের সময় আমাদের জানায় না। মেন্টাল হেলথের নামে পরোক্ষে এনআরসির নামে সার্ভে করছে। কোনও সংস্থা যদি আপনাদের কাছে সার্ভে করতে যায়, তাহলে রাজ্য সরকারের কাছে জেনে নেবেন। আর রাজ্য সরকার যখন করবে জানিয়ে দেবে মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা। সরাসরি দলের হয়ে করুক না। লোক নেই বলে?”
কল্যাণী এইমসের উদ্দেশে তাঁর বক্তব্য, “কল্যাণী এইমসকে বলব ভালো করে কাজ করুন। রোগীদের সুস্থ করুন। আমরা আপনাদের সাহায্য করেছি। আরও সাহায্য করব। দয়া করে এই খেলাটা খেলবেন না। রাজ্যের নিজের মেন্টাল হেলথ বিভাগ আছে। এটা আপনাদের কাজ নয়।” সাধারণ মানুষকে মমতার সাবধানবাণী, “অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে বাড়ি বাড়ি সার্ভে করছে। আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে বলে। কাজেই সতর্ক থাকুন। সজাগ থাকুন। রাজ্য সরকারি আধিকারিক ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।”
উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা-মন্ত্রী বারবার দাবি করেছেন, SIR আসলে NRC, CAA-র নামান্তরমাত্র। এভাবে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে বলে অভিযোগ। কমিশনের পর কল্যাণী এইমসের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। যদিও কল্যাণী এইমসের এক আধিকারিকের দাবি, এই মেন্টাল হেলথ সার্ভে করা হয়েই থাকে। এটা রুটিনমাফিক সমীক্ষা ছাড়া আর কিছুই নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.