গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে ফের স্বস্তি কার্তিক মহারাজের। আপাতত আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন রুদ্ধদ্বার শুনানি হওয়ার কথা ছিল। যদিও তার বিরোধিতা করে রাজ্য সরকার। কেন রুদ্ধদ্বার শুনানি হবে, তার কারণ উল্লেখ করে শুক্রবার আদালতে কার্তিক মহারাজের আইনজীবীকে জানাতে হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। শুনানি না হওয়া পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না পুলিশ।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর অভিযোগ, ২০১৩ সালে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের চাণক্য এলাকায় এক আশ্রমের এক প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নেন বলে জানান অভিযোগকারিণী। এরপর দিনের পর দিন মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা।
মঙ্গলবার নবগ্রাম থানায় হাজিরার কথা বলা ছিল। তবে হাজিরার বদলে ওইদিন তিনি হাই কোর্টে গিয়ে সেই লিখিত অভিযোগ খারিজের দাবি জানান। এফআইআর খারিজের আবেদন জানাতে গিয়ে বলেন, “ভারত সেবাশ্রম সংঘের একজন মানুষ ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে ১৩ বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন। পুলিশ নোটিস দিয়ে আমাকে যেতে বলেছে। এটা সাধুসন্তদের উপর আক্রমণ।” বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি গ্রহণ করে জানান বুধবার শুনানি হবে। সেইমতো বুধ ও বৃহস্পতিবার পরপর দু’দিন শুনানি হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.