Advertisement
Advertisement
Kavi Subhas

ভাঙা হবে কবি সুভাষের প্ল্যাটফর্ম, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মেট্রো পরিষেবা

প্রায় ১০ কোটি টাকা খরচে তৈরি করা হবে স্টেশনটি।

Kavi Subhas platform will be renovated, metro service stopped

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 30, 2025 4:19 pm
  • Updated:July 30, 2025 4:19 pm   

নব্যেন্দু হাজরা: ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম। টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ১০ কোটি টাকা খরচে তৈরি করা হবে স্টেশনটি। তবে কবে কাজ শেষ হবে তা নিয়ে সংশয় রয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থাকছেই।

Advertisement

পনেরো বছর আগে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়। তার মধ্যেই সোমবার পিলারে ফাটল দেখা যায়। আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। কবে থেকে ফের কবি সুভাষ থেকে মেট্রো চলবে? এই প্রশ্নের উত্তর কালের গহ্বরে। কিন্তু কেন এইরকম হল?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রোর এক আধিকারিকের কথায়, “এই ধরনের ফাটল তো একদিনে হয়নি। কিন্তু বিষয়টির গুরুত্ব হয়তো সঠিক সময়ে আন্দাজ করতে পারেনি কর্তৃপক্ষ।” সূত্রে খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও ডাকা হয়। পুজোর পর সেই কাজে হাত দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। মেট্রোর দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল। এখন কত দিনে পরিষেবা স্বাভাবিক হবে এখন সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ