Advertisement
Advertisement
Kavi Subhash

পিলারে ফাটল! অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের

ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।

Kavi Subhash metro station will be closed till further notice
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2025 7:52 pm
  • Updated:July 28, 2025 7:57 pm   

নব্যেন্দু হাজরা: পিলারে ফাটলের জের। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। 

Advertisement

তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।

দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। তবে কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ