ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: পুজোর পরই বঙ্গে এসআইআরের প্রক্রিয়া শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই নিয়ে দলের তরফে সতর্ক নজর রাখার কথা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে নিজের দপ্তরে দলের সুন্দরবন সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সেখানেই এ নিয়ে জেলা নেতৃত্বকে সজাগ হয়ে নজর রাখার কথা বলে দিয়েছেন তিনি। বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এর সঙ্গেই ভোটার তালিকার কাজও যাতে ঠিকমতো হয় তা নিয়েও নির্দিষ্ট করে বার্তা দিয়েছেন অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন, একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে সেদিকে নজর রেখে ভোটার তালিকার কাজ চালিয়ে যেতে হবে। কিছু এলাকায় বেশ কিছু দ্বন্দ্ব সামনে এসেছে বারবার। বিশেষ করে গোসাবায় নানা সময় খবরে এসেছে এই ইস্যুতে। তার জন্য গোসাবায় কোর কমিটি গড়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক।
এছাড়া প্রতিটি ক্ষেত্রে প্রত্যেককে একজোট হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি হারা বুথ নিয়েও ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য, এখন থেকেই সেই বুথগুলিতে কাজ করতে হবে। কোথায় কী কারণে হার, তার নিবিড় পর্যবেক্ষণ দরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.