Advertisement
Advertisement

Breaking News

Kolkata Corporation

দূষণ নিয়ন্ত্রণে দেশে সেরা কলকাতা পুরসভা, স্বীকৃতি কেন্দ্রীয় সরকারের

দূষণ নিয়ন্ত্রণে পুরস্কার মিলল ২০০ কোটি।

Kolkata Corporation best in the country in pollution control
Published by: Subhankar Patra
  • Posted:June 6, 2025 12:26 pm
  • Updated:June 6, 2025 3:20 pm  

স্টাফ রিপোর্টার: তিলোত্তমার গর্বের মুকুটে মা-মাটি মানুষ সরকারের হাত ধরে আরও একটি সাফল্যের উজ্জ্বল পালক জুড়ল পরিবেশ দিবসে। দূষণ নিয়ন্ত্রণে দেশের মধ্যে সেরার সেরা স্বীকৃতি আদায় করে নিল কলকাতা পুরসভা। বিরোধীদের সমালোচনা উড়িয়ে কেন্দ্রীয় সরকার পরিবেশ নিয়ে কলকাতার এই সাফল‌্য স্বীকার করে নিতে কার্যত বাধ‌্য হল। স্বয়ং মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় সোশ‌াল মিডিয়ায় এই সাফল‌্যর কথা জানিয়েছেন।

Advertisement

পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন‌্য উৎসাহ ভাতা দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে।” নাগরিকদের আবেদন করে মেয়র বলেন, ‘যত প্রাণ, তত গাছ’ লাগান। মেয়রের কথায়, “শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব‌্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস‌্য হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান।”

কলকাতা মহানগরীর দূষণ নিয়ে নানা সময়ে অপপ্রচার করে বিরোধী দলগুলি। কিন্তু সেই বক্তব‌্য যে অসার ও অপপ্রচার তা এবার স্বীকার করে নিতে বাধ‌্য হল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পুরসভার সামনে কর্মসূচিতে এই খবর জানান মেয়র। ধারাবাহিকভাবে রাজ‌্য সরকার তথা পুরসভার পরিবেশ সংরক্ষণে ভূমিকার কথা উল্লেখ করে ফিরহাদ বলেন, “মুখ‌্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েকবছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল‌্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত‌্যন্ত সম্মানের দিন।”

টাউন হলের কর্মসূচিতে ‘ক্লাইমেট অ‌্যাকশন প্ল‌্যান’ ঘোষণা করেন মেয়র। পুরসভার সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত নানা স্কুলের পড়ুয়া ও বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে বর্ণাঢ‌্য মিছিল হয়। এদিন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেছেন, ‘‘কোনও এলাকায় কার্বনের পরিমাণ কত? তা জানতে ভারতের মধ্যে প্রথম ‘কার্বন ক্রেডিট’ প্রক্রিয়ায় শহরের নাগরিকদের হাতেকলমে শেখাবে পুরসভা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement