Advertisement
Advertisement
Kolkata Corporation

নজর এড়িয়ে কি চালু ছাদ রেস্তরাঁ? যাচাইয়ে ‘সারপ্রাইজ ভিজিট’ চালাবে কলকাতা পুরসভা

পুলিশ ও দমকলের বাছাই করা আধিকারিকদের তৈরি হয়েছে বিশেষ দল।

Kolkata Corporation to monitor condition of rooftop restaurants
Published by: Subhankar Patra
  • Posted:October 11, 2025 8:40 am
  • Updated:October 11, 2025 8:40 am   

স্টাফ রিপোর্টার: একমাস পার হয়েছে। কলকাতার ৮৩টি ছাদ রেস্তোরাঁর মধ্যে মাত্র ২১টি মুচলেকা দিয়ে পুজোর আগে খুলেছিল। কিন্তু বাকিগুলির কী অবস্থা? সেগুলি কি পুলিশ-পুরসভার নজরদারি এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে? না কি সেই রেস্তোরাঁগুলি এখনও বন্ধ? তা জানতেই এবার তথ্য সংগ্রহ শুরু করল পুলিশ ও পুরসভা। করা হবে ‘সারপ্রাইজ ভিজিট’ও।

Advertisement

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর কলকাতা-সহ রাজ্যের সব বাণিজ্যিক সংস্থা ও হোটেল ও ছাদ রেস্তোরাঁ চালুর ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করে রাজ্য সরকার। কিন্তু উৎসবের সময় যাতে ব্যবসার ক্ষতি না হয় তার জন্য দমকল, পুলিশ ও পুরসভার থেকে অধিনিয়ম-সহ মুচলেকা দিলে সেগুলি তিন মাসের জন্য খোলার অনুমতি দেওয়া হয়। পুরসভার লাইসেন্স বিভাগে আলাদা কাউন্টার খোলা হয়।

কিন্তু পুজোর পর লাইসেন্স বিভাগের তথ্য বলছে ৮৩টির মধ্যে মাত্র ২১টি ছাদ রেস্তোরাঁ খোলার জন্য অনলাইনে আবেদন করেছিল। এক পুর আধিকারিকের কথায়, “মুচলেকা না দিয়ে নিয়ম না মেনে ছাদ রেস্তোরাঁ খোলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” তাঁর কথায়, মানবিক কারণেই পুরসভা সুযোগ দিয়েছিল। যাতে পুজোর সময় আর্থিক লোকসানে না পড়তে হয়। কিন্তু অবৈধ কাজ করলে কঠোর মনোভাব নিতেই হবে।”

একধাপ এগিয়ে লাইসেন্স বিভাগেরএক কর্তার অভিযোগ, সম্ভবত প্রভাব খাটিয়ে মুচলেকা না দেওয়া বা সরকারি নিয়ম না মানার চেষ্টা চালানোর করছে গুটিকয়েক বার কাম ছাদ রেস্তোরাঁ। কিন্তু পুরসভা, পুলিশ ও দমকলের বাছাই করা আধিকারিকদের নিয়ে টিম তৈরি হয়েছে। শনিবার থেকেই আচমকা পরিদর্শন শুরু হবে। কোনওরকম গরমিল ধরা পড়লে নিয়ম মাফিক ব্যবস্থা নেওয়া হবে। ছাদ রেস্তোরাঁ পরিদর্শনের সময় প্রথমেই দেখা হবে ছাদের দরজা খোলা কি না? দেখা হবে কোনও স্থায়ী কাঠামো করা হয়েছে কি না? অথবা গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে কি না?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ