Advertisement
Advertisement
Pujo Perfect 2025

সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫: সেরা ৫ পুজো

সবার পুজো পারফেক্ট হোক।

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2025 9:16 am
  • Updated:September 29, 2025 10:07 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। মহাসপ্তমীর সকালে জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’, সহ নিবেদনে শ্রীলেদার্স-এর সেরা ৫ পুজোর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার বিজয়ী পুজো কমিটিগুলিতে। মহাষষ্ঠীর সকালেই জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’-এর সেরা ১২ পুজোর তালিকা ঘোষণা হয়ে গিয়েছিল। সেই ১২টি পুজোর মধ্যে থেকেই ষষ্ঠীর রাতে একঝাঁক সেলিব্রিটি বিচারকের চোখে উঠে এল সেরা পাঁচ এবং সেরা প্রতিমা ও সেরা আইডিয়ার পুজো।

Advertisement

তৃতীয়া থেকেই সেরা পুজোর লড়াই। প্রায় চারশোরও বেশি পুজোমণ্ডপ ঘুরে শেষপর্যন্ত বিচারকরা বেছে নিলেন শহরের সেরা ৫ পুজোকে। উত্তর থেকে দক্ষিণ। টক্কর সমানে সমানে। কল্পনা ও সৃজনে, থিম-ভাবনা ও রূপায়ণে উৎকর্ষের ছোঁয়া পরতে পরতে। সেই সঙ্গে পুরোদস্তুর বজায় উৎসবের সামগ্রিক আবহও। ভাবনা ও সৃজনের মুনশিয়ানাতেই শেষমেশ বাজিমাত।

জেআইএস গ্রুপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২৫’-এর সেরা পাঁচ:

সুরুচি সংঘ: আরও একবার পুজো পারফেক্টের সেরা পুজো নির্বাচিত হল দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় সুরুচি সংঘ। শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় এবার সুরুচি সংঘের নিবেদন ‘আহুতি’। অনুশীলন সমিতির কার্যকলাপের ইতিহাস তুলে ধরা হয়েছে মণ্ডপে। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

 

টালা বারোয়ারি: উত্তর কলকাতার এই পুজোর এবারের থিম ‘মধুসদন’। মধুবনী শিল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন শিল্পী প্রশান্ত পাল। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

টালা প্রত্যয়: শততম বর্ষে টালা প্রত্যয়ের চমক ‘বীজ অঙ্গন’। মানুষ একমাত্র জীব যারা নিজেদের খাবারেই বিষ মেশায়, এই ভাবনাকেই ফুটিয়ে তুলেছেন শিল্পী ভবতোষ সুতার। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক: প্রথমবার ‘পুজো পারফেক্ট’ সেরা পুজোর পুরস্কার জিতে নিল প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। চিত্রকর রবি বর্মাকে শ্রদ্ধা জানিয়ে গড়ে উঠেছে গোটা মণ্ডপ। বিষয় ভাবনায় শিল্পী দীপ দাস ও ঈশিকা চন্দ্র।

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

সমাজসেবী সংঘ: ৮০তম বর্ষে নিজেদের ক্লাবের পথচলার কাহিনি ফুটে উঠেছে মণ্ডপে। আরও একবার দর্শকদের মন জয় করেছেন শিল্পী প্রদীপ দাস। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

সেরা প্রতিমা: ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন। মোগলমারির খনন কার্যের ইতিবৃত্ত ফুটে উঠেছে এখানকার মণ্ডপে। গোটা মণ্ডপসজ্জা এবং মাতৃপ্রতিমার নেপথ্যে শিল্পী রাজু সরকার। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

 

সেরা আইডিয়ার পুজো: পূর্বাচল শক্তি সংঘ। আরও একবার দর্শকদের ভাবিয়েছে শিল্পী পার্থ দাশগুপ্তর সৃজন। পুজোর শিল্প নয়, পূর্বাচল শক্তি সংঘের এবারের আকর্ষণ ‘শিল্পের পুজো’। 

Kolkata Durga Puja: Here is the list of 5 puja of JIS group presents Sangbad Pratidin Digital Pujo Perfect 2025.

সৃজনশীলতা ও অভিনবত্বের নিরিখে এবছর এই পুজোগুলিই চমকে দেওয়ার মতো। সবার পুজো পারফেক্ট হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ