Advertisement
Advertisement
Kolkata Durga Puja

থিম, সাবেকিয়ানায় টক্কর, শহরজুড়ে আবাসনে উমার আবাহন

উত্তর-দক্ষিণের আবাসনে কোন পুজো কেমন চমক দিতে চলেছে?

Kolkata Durga Puja: Residential apartments gears up for Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:September 27, 2025 2:54 pm
  • Updated:September 27, 2025 2:54 pm   

স্টাফ রিপোর্টার: বারোয়ারির পাশাপাশি আবাসনেও জমজমাট পুজো। কেউ মজে থিমে। কেউ সাবেকিয়ানায়। পারফেক্ট হওয়ার দৌঁড়ে শুরু হয়েছে জোর টক্কর। নিউটাউনের আকাঙ্ক্ষা কমপ্লেক্সের পুজোয় এবার শক্তি ও শান্তির মেলবন্ধন। ১৪ বছরের পুজো। এবার ভার মহিলাদের হাতে। পুজো কমিটির সভাপতি অনিতা দাস বললেন, “দুর্গা আমাদের শক্তি জোগান। আবার শান্তির জন্য আমরা দুর্গাকে ডাকি। সেই ভাবনা থেকে এই থিম।” পঞ্চমী থেকে পুজো শুরু। নবমীতে হয় কুমারী পুজো। বিজয়া দশমীতে আনন্দমেলায় মহিলারা নিজের হাতে রান্না করে স্টল দেন। আনন্দের হাট বসে যায়।

Advertisement

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন আবাসনের ফেজ ২, ৫, ৬-এর ৪৪ বছরের পুজোয় থিম ‘মহালয়ার ভোর’। পুজো উদ্যোক্তা তথা কাউন্সিলর তপন দাশগুপ্ত বললেন, মহালয়ার ভোর যেমন শুরু হয় ঠিক সেইভাবে এবারে মণ্ডপসজ্জা করা হয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলায় মহালয়া শুনতে পাবেন দর্শনার্থীরা। সিঁথির মোড়ের বিনায়ক এনক্লেভের পুজোর উদ্বোধন করেছেন অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২২তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এখানকার পুজো সাবেকি মতেই হয়। পুজো কমিটির সদস্য মৌমিতা চট্টোপাধ্যায় জানালেন, “প্রতিমা, মণ্ডপসজ্জা সবেতেই এখানে সাবেকিয়ানা। অষ্টমীর দিন এলাকার পথশিশুদের জন্য খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।”

সল্টলেক সেক্টর ফাইভের এমবি ৩ ব্লকের আবাসন পিএস পানাশে এবার পুজোয় মধুবনি চিত্রকলা তুলে ধরেছে। মণ্ডপসজ্জা ও প্রতিমার সাজে সেই চিত্রকলার বিচ্ছুরণ। পুজোকর্তা সুমন মজুমদার জানালেন, “আবাসনের প্রবীণ সদস্যদের হাত দিয়ে ফিতে কেটে পুজোর উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করার কথা মন্ত্রী সুজিত বসুর। বাইপাস মুকুন্দপুরে অভিদীপ্তা ১ এইচআইজির প্রতিমায় থাকছে ডাকের সাজ। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমিত্রজিৎ চট্টোপাধ্যায় জানান, গতবছর জঙ্গলমহলের শিশুরা এই আবাসনের পুজোতে ছিলেন। এবারও এরকম কিছু করার ভাবনা রয়েছে। গড়িয়া মেন রোডে ভিক্টোরিয়া গ্রিনে এবার ঠাকুরদালানে সপরিবার থাকবে উমা। এই আবাসনের পুজো কমিটির সদস্য সমরেন্দু দাঁ বলেন, “সাবেকি পুজো। পঞ্চমীতে আবাসনের মহিলাদের হাতের রান্নার স্টল দিয়ে পুজোর উদ্বোধন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ