Advertisement
Advertisement
Kolkata High Court

হিসাব দিলে তবেই অনুদান পাবে পুজো কমিটিগুলি, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট

বুধবার এই নির্দেশ দিল উচ্চ আদালত।

Kolkata High Court: Puja Committees Must Submit Accounts for Grants
Published by: Subhankar Patra
  • Posted:August 27, 2025 12:37 pm
  • Updated:August 27, 2025 5:14 pm   

গোবিন্দ রায়: খরচের হিসাব বা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ না দিলে মিলবে না অনুদান। বুধবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এবারও দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে মামলা গড়ায় আদালতে। অভিযোগ, কীভাবে টাকা খরচ হচ্ছে তার হিসাব নেই। শুনানি শেষে এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ নির্দেশ দেয়, খরচের হিসাব দিলে তবেই মিলবে অনুদান।

Advertisement

পুজোয় দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে মামলা হয়েছে হাই কোর্টে (Kolkata High Court)। পূর্ববর্তী শুনানিতে রাজ্যকে হলফনামা দিয়ে এই সংক্রান্ত সব তথ্য জানানোর নির্দেশ দেয় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বুধবার সেই শুনানিতে, অনুদানে না করল না আদালত। তবে শর্ত বেধে দিয়েছেন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, যে কমিটিগুলি টাকা খরচের হিসাব দিয়েছে, তারাই টাকা পাবে। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট’ দিতে পারেনি বা দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না। আদালত আরও জানিয়েছে, আগের নির্দেশ মেনে পুজো কমিটিগুলিকে এবারও ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই সার্টিফিকেট জমা দিতে হবে। 

কতগুলি পুজো কমিটি সরকারি অনুদান পায়? রাজ্য হলফনামা আদালতে জানিয়েছে, গতবছর কলকাতা পুলিশ এলাকায় ২৮৭৬টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। শহরের প্রত্যেক পুজো কমিটি অনুদান খরচের হিসাব বা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ সময়ের মধ্যে জমা দিয়েছে। জেলা পুলিশের তরফ থেকে ৪১৭৯৯ টি চেক তৈরি ছিল। তার মধ্যে ৪১৭৯৫টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে। খরচের হিসাব দিয়েছে ৪১৭৯২টি পুজো কমিটি। শিলিগুড়ির ৩টি পুজো কমিটি ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দেয়নি। 

আগের শুনানিগুলিতে রাজ্যের তরফে অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে অনুদান ঘোষণা করেন, প্রতিবছর মামলা হয়। পুজোর পর মামলার কোনও মূল্য থাকেনা। মামলা খারিজের দাবি করেছিলেন তিনি। কিন্তু হলফনামা জমা দিতে বলে আদালত।

উল্লেখ্য, ২০১৯-এর দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। ২০২০ সালে সেই অনুদানের পরিমাণ বেড়ে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এবার অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা।  তা নিয়ে এবারও অনুদান আটকাতে মামলা দায়ের হয়। কিন্তু তা ধোপে টিকল না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ