Advertisement
Advertisement
Kolkata

বাবা-মা না থাকলে নাবালিকাকে বাড়িতে ডেকে যৌন হেনস্তা, খাস কলকাতায় গ্রেপ্তার প্রতিবেশী ‘কাকু’

পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Kolkata man accused of misconduct on minor girl

প্রতীকী ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 10, 2025 11:45 pm
  • Updated:June 11, 2025 1:56 pm   

অর্ণব আইচ: প্রতিবেশী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী ‘কাকু’। অভিযোগ, বাবা-মা না থাকলে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে তাকে যৌন হেনস্তা করে ওই ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই ওই কীর্তি চালাচ্ছিল অভিযুক্ত। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে শেক্সপীয়ার সরণি থানার পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনেই শেক্সপিয়র সরণি থানা এলাকার বাসিন্দা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নানা আছিলায় নাবালিকাকে বাড়িতে ডাকত অভিযুক্ত। বিশেষ করে নাবালিকার বাবা-মা বাড়িতে না থাকলে সেই সুযোগের ‘সদ্ব্যবহার’ করত ওই ব্যক্তি। বাড়ি ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা করত সে। একেবারে পাশাপাশি দুটি বাড়ি হওয়ায় অন্য প্রতিবেশীরাও বিষয়টি টের পায়নি। নাবালিকা কন্যাকে ভয় দেখানো হত বলেও অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার।

মেয়ের অস্বাভাবিক আচরণে বিষয়টি নাবালিকার বাবা-মা টের পান। মঙ্গলবারই শেক্সপীয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। লিখিত অভিযোগ পেয়েই পকসো আইনে মামলা রুজু করে শেক্সপিয়র থানার পুলিশ। দ্রুত ওই অভিযুক্ত ব‍্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ব‍্যাঙ্কশাল কোর্টের বিশেষ পকসো আদালতে পেশ করা হবে। ওই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় শেক্সপীয়ার সরণি থানা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ