Advertisement
Advertisement
Kolkata

সারারাত তাণ্ডব ‘মদ্যপ বউ’য়ের! সকালেই থানায় বিধ্বস্ত স্বামী, তদন্তে পুলিশ

স্ত্রীর 'অত্যাচারে' আহত ওই স্বামীকে শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরাই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

Kolkata man alleges wife beats him when drunk take police action

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 9, 2025 1:48 pm
  • Updated:October 9, 2025 2:33 pm   

অর্ণব আইচ: বাড়িতে তাণ্ডব ‘মাতাল বউ’য়ের। সারারাত ধরে বাড়িতে ভাঙচুর। সকাল হতেই থানায় ধর্না বিধ্বস্ত স্বামীর। পুলিশের কাছে স্ত্রীর নামেই অভিযোগ করলেন স্বামী। স্বামীর অভিযোগ, শারীরিক ও মানসিক অত‌্যাচার এবং বাড়িতে গার্হস্থ‌্য হিংসা করছেন তাঁর স্ত্রী। অনেক সময়ই শহরের বিভিন্ন থানায় বাড়ির কর্তা বা স্বামীর বিরুদ্ধে অনেক স্ত্রী-ই অত‌্যাচার ও গার্হস্থ‌্য হিংসার অভিযোগ দায়ের করেন। এই ব‌্যাপারে পুলিশ ব‌্যবস্থাও নেয়। কিন্তু ‘মদ‌্যপ স্ত্রী’র আচরণের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পেয়ে হতবাক পুলিশ আধিকারিকরাও।

Advertisement

যদিও স্ত্রীর ‘অত্যাচারে’ আহত ওই স্বামীকে শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরাই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব‌্যবস্থা করেন। ‘অত‌্যাচারিত’ স্বামীর ওই অভিযোগকে পুলিশ যথেষ্ঠ গুরুত্ব দিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সার্ভে পার্ক থানায় মামলা রুজু করেছে ওই গৃহবধূ ও তাঁর মায়ের বিরুদ্ধে। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে ঘটেছে ঘটনাটি। এখানেই একটি বাড়ির কর্তার অভিযোগ, তিনি তাঁর মা, স্ত্রী এবং বোনকে সঙ্গে নিয়ে থাকেন। কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়। ওই দম্পতির এক তিন বছরের সন্তানও রয়েছে। কিন্তু স্ত্রীর অতিরিক্ত মদ‌্যপানই সংসারে সমস‌্যা সৃষ্টি করেছে। মদ‌্যপান করলেই স্ত্রী বাড়িতে গোলমাল করতে শুরু করেন। তার সঙ্গে চলে গালিগালাজ।

ওই ব‌্যক্তির অভিযোগ, সম্প্রতি তাঁর স্ত্রী সকাল থেকেই মদ‌্যপান করতে থাকেন। পরিবারের লোকেরা তাঁকে বারণ করেছিলেন। কিন্তু কারও কথায় তিনি কর্ণপাত করেননি। রাত এগারোটার পর থেকে তাঁর স্ত্রী বাড়িতে গোলমাল শুরু করেন। গালিগালাজ করতে থাকেন। বাড়ির কর্তা প্রতিবাদ করলে তাঁকে মারধরও করেন স্ত্রী। এর পর বাড়িতে শুরু করেন ভাঙচুর। নিজের ঘরের ভিতর যাবতীয় কাচের জিনিস ও অনেক কিছু দোতলা থেকে একতলার সিঁড়িতে ছুড়ে ভেঙে ফেলেন তাঁর মদ‌্যপ স্ত্রী। চোখের সামনে মায়ের তাণ্ডব দেখে অসুস্থ হয়ে পড়ে শিশু সন্তানও। রাত প্রায় তিনটে পর্যন্ত ‘মদ‌্যপ’ স্ত্রীর ওই তাণ্ডব চলে বলে অভিযোগ বাড়ির কর্তার।

ভোররাত পর্যন্ত কোনওমতে অপেক্ষা করছিলেন বিপর্যস্ত স্বামী। সকাল হতেই তিনি সার্ভে পার্ক থানায় এসে পুলিশের সাহায‌্য চান। পুলিশ আধিকারিকরা ওই পরিবারের পাশে দাঁড়ান। ওই ব‌্যক্তির অভিযোগ, বাড়িতে কালা জাদু বা ‘ব্ল‌্যাক ম‌্যাজিক’ও করেন তাঁর স্ত্রী। যদিও ওই গৃহবধূর এই আচরণের তদন্তে তাঁকে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ