Advertisement
Advertisement
Kolkata

খাস কলকাতায় ছিনতাই আটকানোয় বৃদ্ধকে ধারালো অস্ত্রের কোপ, রক্তাক্ত অবস্থায় ছুট, তারপর…

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

Kolkata man stabbed for stopping robbery
Published by: Subhankar Patra
  • Posted:July 25, 2025 1:35 pm
  • Updated:July 25, 2025 2:49 pm   

অর্ণব আইচ: রাতের শহরে ভয়ংকর কাণ্ড। বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কোপ দুষ্কৃতীদের।
একাধিক কোপে প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় ছুট আহত ব্যক্তির। পুলিশের গাড়ি উদ্ধার করেছে তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকায়।

Advertisement

আহত ব্যক্তির নাম রতন লাল। বয়স ৬৫। বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ১২টা নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার নোনাপুকুর ট্রাম ডিপোর রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তিন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। বৃদ্ধার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। প্রতিরোধ করেন বৃদ্ধ। ধাক্কাধাক্কি শুরু হয়। তাতে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। অভিযোগ, তারপরই রতনকে ভোজালির একাধিক কোপ মারে দুষ্কৃতীরা। প্রাণ ভয়ে রক্তাক্ত অবস্থায় ছুট লাগান বৃদ্ধ। পিছনে ধাওয়া করে দুষ্কৃতীরা।

নোনাপুকুর থেকে মল্লিকবাজার ক্রসিং এলাকায় আসেন বৃদ্ধ। সেখানে ছিল পুলিশ ভ্যান। পুলিশকে সব কথা জানান বৃদ্ধ। এদিকে পুলিশ দেখে আর পিছু করেনি দুষ্কৃতীরা। পালিয়ে যায় তারা। এদিকে আহত রতনকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করেছে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। খুন চেষ্টা ও ছিনতাইয়ের চেষ্টার মামলা রুজু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ