সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। রাস্তাঘাট জলে টইটম্বুর। জল সরাতে কার্যত নাজেহাল দশা পুরসভার। এসবের মাঝে চেতলায় জল সরাতে নিজের হাতে রাস্তায় নেমে জঞ্জাল সরাতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। পরিস্থিতির ব্যাখ্যা করে বললেন, “৭৮ সালের পর এমন বৃষ্টি দেখিনি।” পাশাপাশি দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ পুরসভায় ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন। বেলা ১২ টা নাগাদ চেতলায় দেখা যায় তাঁকে। রাস্তার পাশের ছোট নর্দমায় পড়ে থাকা প্লাস্টিক, বোতল নিজের হাতে সরান তিনি। সেই সময়ই গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন তিনি। বলেন, “আমাদের এই ক্যানালের জল যায় গঙ্গায়। আমি গঙ্গায় গিয়েছিলাম সকালে। প্রতিবেশী রাজ্য থেকেও জল আসছে, গঙ্গা ভরে রয়েছে। ফলে ক্যানাল থেকে জল গঙ্গায় গেলেও সেটা ফিরে আসছে। সেটাই সব থেকে বড় সমস্যা।”
এরপরই ফিরহাদ বলেন, এমন বৃষ্টি কয়েকবছরে দেখেছেন তাঁর মনে পড়ে না। ৭৮ সালের বন্যার কথা উল্লেখ করে বলেন, সম্ভবত তার পর আর এত বৃষ্টি হয়নি। তবে কলকাতা পুরসভা পরিস্থিতি দ্রুত মোকাবিলার চেষ্টা করছে। তবে ফের বৃষ্টি হলে কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিরহাদ। উল্লেখ্য, ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে গভীর নিম্নচাপের কারণে কলকাতায় মাত্র ২৪ ঘণ্টায় ৩৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তিন দিনে মোট ৭২১ মিমি বৃষ্টি হয়েছিল। যার ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা দেখা দেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.