Advertisement
Advertisement
Kolkata Medical College

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস! গ্রেপ্তার কলকাতা মেডিক্যাল কলেজের পিজিটি ইন্টার্ন

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাটুলি মহিলা থানার পুলিশ।

Kolkata Medical College student arrested for harassing woman

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 6, 2025 1:24 pm
  • Updated:June 6, 2025 1:56 pm  

অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন কলকাতা মেডিক্যাল কলেজের এক পিজিটি ইন্টার্ন! বিয়ের কথা বলতেই বেঁকে বসেন যুবক। পাটুলি মহিলা থানায় প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ জানান যুবতী। মেডিক্যাল কলেজ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পাটুলি মহিলা থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদহের বাসিন্দা। কলকাতা মেডিক্যালে পিজিটি ইন্টার্ন হিসাবে কর্মরত। থাকেন বউবাজার এলাকার থানা এলাকার হস্টেলে। অন্য পেশার সঙ্গে জড়িত অভিযোগকারী যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয় বলে জানা যাচ্ছে। যুবতীও কলকাতার বাসিন্দা নন বলেই জানা গিয়েছে।

যুবতীর দাবি, পরিচয়ের পর ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। তাঁরা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। তার জেরে তিনবার গর্ভবতী হন ২৭ বছর বয়সী যুবতী। অভিযোগ, তিনবারই যুবতীর সম্মতি ছাড়াই তাঁর গর্ভপাত করান অভিযুক্ত যুবক। নির্যাতিতার দাবি, এরপর বিয়ের কথা বলতেই বেঁকে বসেন ওই পিজিটি ইন্টার্ন। তারপর থেকে যুবক দূরত্ব বাড়াছিলেন বলেও দাবি করেছেন নির্যাতিতা। অবশেষে কোনও পথ খুঁজে না পেয়ে নির্যাতনের শিকার যুবতী অভিযোগ জানান থানায়।

লিখিত অভিযোগ পাওয়ার পরই এফআইআর দায়ের করে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত পিজিটি ইর্ন্টানকে কলকাতা মেডিক্যাল কলেজে চত্বর থেকেই গ্রেপ্তার করে পাটুলি মহিলা থানা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রও সংগ্রহ করেছে পুলিশ। আজ, শুক্রবার অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement