Advertisement
Advertisement
Kolkata Metro

শুভেন্দু, শমীক দু’জনই ‘বিরোধী দলনেতা’! মোদির কর্মসূচির আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক

মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, ভুল থাকায় ওই কার্ড বাতিল করে দেওয়া হয় পরে।

Kolkata Metro Authority publishes names of two 'opposition leaders' in invitations to PM's programme
Published by: Biswadip Dey
  • Posted:August 21, 2025 11:16 pm
  • Updated:August 21, 2025 11:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় তিনটি মেট্রো পথের সূচনা হবে তাঁর উপস্থিতিতে। আর সেই কর্মসূচির আমন্ত্রণপত্র ঘিরে ঘনাল বিতর্ক। দেখা গেল সেই কার্ডে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম রয়েছে! তবে পরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল করা হয়েছে ওই আমন্ত্রণপত্র।

Advertisement

দেখা যাচ্ছে, আমন্ত্রণপত্রে মোদি ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রমুখের সঙ্গেই রয়েছে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের নাম। কিন্তু দু’জনকেই উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে। আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। পরে অবশ্য মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আমন্ত্রণপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়েছে। এবং নতুন কার্ড ছাপতেও দেওয়া হয়েছে। কিন্তু কী করে এই ভুল হল সেব্যাপারে কিছু জানানো হয়নি।

BJP Yuva Morcha calls for 'Kalighat Chalo' rally on Arpril 7 as competetion of Mamata Banerjee's present in jobless teachers' meeting

এবারের সফরে মোদি মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ – এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। সুতরাং বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, উদ্বোধনের পর দমদমে সভা করবেন মোদি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু দেখা গিয়েছে, মেট্রোর উদ্বোধন কর্মসূচির পাশাপাশি এখানেও আমন্ত্রণ পাননি বঙ্গবিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবারই এই প্রসঙ্গে দিলীপকে বলতে শোনা যায়, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। কিন্তু তাঁর আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই চর্চায় আমন্ত্রণপত্রে শমীক-শুভেন্দু দুই নেতাকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে উল্লেখ করার বিষয়টি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ