নব্যেন্দু হাজরা: সামনেই দুর্গাপুজো। শ্রেষ্ঠ উৎসবে মাতবে আপামর বাঙালি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। ভিড় নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণ পরিবহণ কলকাতা মেট্রোও। কর্তৃপক্ষের আশঙ্কা, এবার পুজোর দিনগুলিতে ভিড় গতবারকেও ছাপিয়ে যাবে। সেই আশঙ্কায় এখন থেকেই একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে মেট্রো। যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘টুরিস্ট স্মার্ট কার্ড’। পুজোর দিনগুলিতে বিশেষ এই কার্ড ইস্যু করবে কলকাতা মেট্রো, যার মাধ্যমে যাত্রীরা যতবার খুশি মেট্রোয় যাত্রা করার সুযোগ পাবেন।
বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া এই টুরিস্ট স্মার্ট কার্ডের বৈধতা থাকবে তিন এবং পাঁচদিনের জন্য। দাম পড়বে ২৫০ টাকা এবং ৫৫০ টাকা। মেট্রোর সমস্ত টিকিট কাউন্টার থেকে এই কার্ড কেনার সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে। গত বছর দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা মেট্রোয় প্রত্যেকদিন গড়ে প্রায় ৯ লক্ষ যাত্রী যাত্রা করেছিলেন। এবার এই সংখ্যা আরও ছাপিয়ে যাবে বলেই দাবি। কলকাতা মেট্রোর অনুমান, মেট্রো নেটওয়ার্কের বিস্তার যেভাবে ঘটেছে, তাতে সমস্ত করিডর মিলিয়ে এবার প্রত্যেকদিন গড়ে ১১ থেকে ১২ লক্ষ যাত্রী যাত্রা করতে পারবেন।
ভিড় এড়াতে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ কিংবা স্মার্ট কার্ড ব্যবহারে যাত্রীদের জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটারও পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যাত্রীদের পাঁচ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো। তাদের দাবি, এক্ষেত্রে পুজোর দিনগুলিতে যাত্রী পরিষেবা আরও আরামদায়ক এবং মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.