ফাইল ছবি
নব্যেন্দু হাজরা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করাই নয়। ২২ শে আগস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশও। একই সঙ্গে ওই দিনই নোয়াপাড়া-বিমানবন্দরের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু হতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে শহরে এলে তিন মেট্রোরুটের উদ্বোধন করতে পারেন। রেলবোর্ডসূত্রে খবর, শিয়ালদহ অথবা এসপ্ল্যানেড কোথা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত নয়। এদিকে মঙ্গলবার শহরে এসেছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। তিন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশেরই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। মেট্রোয় চড়ে যান হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া পর্যন্তও।
মেট্রোসূত্রে খবর, প্রস্তুতি দেখে খুশি রেলবোর্ডের চেয়ারম্যান। চার প্রকল্পের কাজ ঘুরে দেখার পর তিনি রিপোর্ট দেবেন রেলমন্ত্রককে। তারপর প্রধানমন্ত্রীর অফিস থেকে আসবে উদ্বোধনের চূড়ান্ত অনুমোদন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছে দীর্ঘদিন। অথচ চালু হচ্ছে না। এবার সেই অংশও চালু হবে বলেই খবর। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচটি (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
এদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল – কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে মেট্রোর তরফে উদ্বোধনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও কথা জানানো হয়নি। প্রস্তুতি সবদিক থেকেই নিয়ে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন এলেই উদ্বোধনের সময় নির্ধারিত হয়ে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.