Advertisement
Advertisement
Kolkata Metro

দরজা বন্ধ না হওয়ায় ৩০ মিনিট শোভাবাজারে দাঁড়িয়ে মেট্রো, নাকাল যাত্রীরা

দক্ষিণেশ্বরের দিকে অনিয়মিত মেট্রো চলাচলে ভোগান্তি।

Kolkata Metro passengers faced trouble again

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:August 28, 2025 7:33 pm
  • Updated:August 28, 2025 8:20 pm   

রমেন দাস: মেট্রোর দরজা বন্ধ হতে সমস্য়া। তার ফলে শোভাবাজার সুতানুটি স্টেশনে দাঁড়িয়ে মেট্রো। প্রায় ৩০ মিনিট দমদমগামী লাইনে বন্ধ মেট্রো চলাচল। সকালের পর সন্ধেয় ফের মেট্রো বিভ্রাটে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

Advertisement
Metro
মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়

কলকাতা মেট্রোর ব্লু লাইনের স্টেশনগুলিতে বিভ্রাট যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কখনও মেট্রো দেরিতে আসছে, কখনও মেট্রোর রেকের দরজা বন্ধ হতে বিস্তর সময় লাগছে। আবার তার উপর নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে মেট্রো আসার সমস্যা লেগেই রয়েছে। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধেয় শোভাবাজার স্টেশনে মেট্রোর রেকের দরজা খোলা থাকায় ব্যাহত হয় পরিষেবা। তার ফলে দক্ষিণেশ্বরগামী মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের থিকথিকে ভিড়। একে তো পুজোর মরশুম। তার উপর আবার অফিসফেরত যাত্রীদের ভিড়। সবমিলিয়ে ভিড় বেড়েছে অনেকটাই। মেট্রোয় উঠতে গিয়েও সমস্যায় পড়ছেন অনেকেই। কেন বারবার মেট্রোর আদি স্টেশনে বারবার বিভ্রাট হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Metro

এদিকে, আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট, রবিবার বেলা ৩টে পর্যন্ত কাজ চলবে। তার ফলে বন্ধ থাকবে পরিষেবা। রবিবার বিকেল ৪টের পর চালু হবে মেট্রো চলাচল। ওই একই বিজ্ঞপ্তিতে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য় বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে ওইদিন সকাল ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ