Advertisement
Advertisement
Kolkata Metro Railways

নোয়াপাড়া-কবি সুভাষ রুটে সকাল-বিকেল মিলবে বাড়তি মেট্রো, নয়া ঘোষণা কর্তৃপক্ষের

ব্যস্ত সময় যাত্রীচাপ সামলাতে ব্লু লাইনে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। আপ ও ডাউনে বাড়তি ১৪ টি মেট্রো চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Kolkata Metro Railways announces extra service in busy hours of the day from January 13

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 11, 2025 8:15 pm
  • Updated:January 11, 2025 8:23 pm   

নব্যেন্দু হাজরা: দিনের ব্যস্ত সময়ে যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার, ১৩ জানুয়ারি থেকে চালু হবে বাড়তি মেট্রো। সকাল ও বিকেলে অফিস যাতায়াতের সময়ে আপ ও ডাউনে মোট ১৪ টি বাড়তি মেট্রো চালানো হবে। তবে শুরু ও শেষ মেট্রোর সময় প্রায় অপরিবর্তিতই থাকছে। কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তিতে খুশি নিত্যযাত্রীরা। সোমবার থেকে আর ততটা ভিড় ঠেলে পাতালপথে যাতায়াত করতে হবে না, তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।

Advertisement

কলকাতা মেট্রোর তরফে শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা – এই ব্যস্ত সময়ে নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে সাত জোড়া বাড়তি মেট্রো চলবে। এই সময়ে আপ ও ডাউনে ৬ মিনিট পরপর মিলবে পরিষেবা। তাতে ভিড়ের চাপ বেশ কিছুটা সামাল দেওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। আপাতত ১৩ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে। যাত্রী সংখ্যা দেখে এই পরিষেবা জারির বিষয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

২০২৪ সালের শেষদিকে একবার মেট্রোর সময়সীমায় পরিবর্তন এনেছিল কর্তৃপক্ষ। সেবার দিনভর গড়ে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল। তাতে যা পরিস্থিতি দাঁড়ায়, একেকটি মেট্রো ভিড়ে ঠাসা, কেউ কেউ উঠতেই পারছেন না। এই ছবি চোখে পড়ে কর্তৃপক্ষেরও। অন্তত দিনের ব্যস্ত সময় যাত্রীদের সুবিধার স্বার্থে তাই সময়সীমায় ফের বদল আনা হল। তবে দিনের শুরু ও শেষ মেট্রো পাওয়া যাবে আগের মতো একই সময়ে। এমনকী দমদম ও কবি সুভাষ থেকে বিশেষ রাত্রিকালীন পরিষেবাও মিলবে। দুই স্টেশন থেকে রাত ১০টা ৪০এ পাওয়া যাবে মেট্রো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ