Advertisement
Advertisement
Kolkata Metro

আগামী সপ্তাহে কলকাতায় তিন মেট্রো রুটের উদ্বোধন মোদির, আমন্ত্রিত মমতা

রেলমন্ত্রক সূত্রে খবর, ২২আগস্টের অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Kolkata Metro route inauguration: Rail minister invites CM Mamata Banerjee for PM Modi's programme

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 17, 2025 8:51 am
  • Updated:August 17, 2025 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী সপ্তাহে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে ২২ আগস্টের অনুষ্ঠানের জন্য আগেভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণপত্রে রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেলমন্ত্রক, তার হিসাব দিয়ে দিয়েছেন বৈষ্ণব। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র।

Advertisement

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে প্রথমে অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তৃণমূল জানায়, আমন্ত্রণ এসেছিল শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব ছিল না। তাই এবার হাতে সময় থাকতেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, এনডিএ এবং ইউপিএ, দুই জমানাতেই রেলমন্ত্রী ছিলেন মমতা। এবং মেট্রোর বিভিন্ন প্রকল্প আনতে, অর্থ বরাদ্দ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য কয়েকদিন আগে থেকেই রেলের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ পাঠানোও শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে আমন্ত্রণ পাওয়ার পরেই সমাজমাধ্যমে পোস্ট করে খবরটি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে ২২ তারিখের ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকবেন কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement