নব্যেন্দু হাজরা: রাতভর লাগাতার বৃষ্টি। তার জেরে পাতালপথেও চরম ভোগান্তি। চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল। তার ফলে আংশিক বন্ধ মেট্রো (Kolkata Metro) চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাতায়াতকারীরা। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে, তা এখনও জানা যায়নি।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে গিয়েছে। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। মাঝের অংশ আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। পাম্প দিয়ে জল বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে।
এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায়। জানা গিয়েছে, ওইদিন যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে নিকাশি নালা আচমকা ভরে যায়। জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেরামতির পর শুরু হয় পরিষেবা। দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ ছিল। এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়ও জমে যায়। সবমিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালঘাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের। তার ঠিক দু’দিন পর একই জলযন্ত্রণা। তবে এবার টানেলে জল চলে আসার নেপথ্যে সম্ভবত বৃষ্টি। পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.