Advertisement
Advertisement
Kolkata Metro

মেট্রোয় আগুন আতঙ্ক, ফের সাতসকালে ব্যাহত পরিষেবা

ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। 

Kolkata Metro service disrupted from Central station

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 31, 2025 8:34 am
  • Updated:July 31, 2025 9:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। যাত্রীদের দাবি, মেট্রোয় আগুনের ফুলকি দেখা দিয়েছে। তার ফলে সেন্ট্রাল স্টেশনের পর থেকে আপাতত বন্ধ পরিষেবা। স্বাভাবিকভাবে চূড়ান্ত ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। 

Advertisement

বৃহস্পতিবার সকাল। ঘড়ির কাঁটায় আটটা হবে। সেই সময় দমদমমুখী একটি মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেট্রো রেক খালি করে দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ওই রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০ মিনিট ধরে বন্ধ ছিল পরিষেবা। সাতসকালে মেট্রো বিভ্রাটের ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। এই ঘটনায় আরও একবার যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।

যাত্রীদের বক্তব্য, একে তো মেট্রো বর্তমানে সময়মতো চলে না। মাঝেমধ্যেই সময়ের ব্যবধান বেড়ে যায়। আবার সংস্কারের অভাবে কবি সুভাষ স্টেশনের যাচ্ছে তাই দশা। তার ফলে স্টেশনই বন্ধ। তার মধ্যে আজ জল জমার কারণে পরিষেবা ব্যাহত, তো কাল যান্ত্রিক ত্রুটি লেগেই রয়েছে। তার ফলে চরম সমস্যায় যাতায়াতকারীরা। তা সত্ত্বেও কেন ঘুম ভাঙছে না মেট্রো কর্তৃপক্ষের, সে প্রশ্নও তুলেছেন যাত্রীদের কেউ কেউ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ