Advertisement
Advertisement

কবি সুভাষ স্টেশন ফের চালু হবে কবে? বিবৃতি জারি মেট্রোর

সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro set to complete the entire repair and rehabilitation work of Kavi Subhas within 9 months

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:July 30, 2025 11:13 pm
  • Updated:July 30, 2025 11:13 pm   

নব্যেন্দু হাজরা: প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ পরিষেবা। আচমকা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে যাতায়াতকারীরা। কবে ঠিক হবে পরিস্থিতি, আবার কবে শুরু হবে যাত্রী পরিষেবা – যাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে এমনই নানা প্রশ্ন। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে।

২০১০ সালের অক্টোবরে তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। তার পনেরো বছর না কাটতেই আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও। পরিস্থিতি এমনই হল যে, স্টেশনই বন্ধ হয়ে গেল। কিন্তু কেন এই অবস্থা, শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব! নাকি অন্য কিছু। কারণ মেট্রোর যেসব স্টেশন মাটির নিচে রয়েছে, সেগুলোর বয়স ৪০ পার করলেও এমন সমস্যা কোনওদিন হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। সূত্রের খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও ডাকা হয়। কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। তবে প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ