নব্যেন্দু হাজরা: আগামী রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা। তাতে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, সকাল ৯টার বদলে সকাল ৭ টায় নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রতি রবিবার মোট ১৩০ টি মেট্রো চলে। আগামী রবিবার আরও ৮টি মেট্রো অতিরিক্ত চলবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে এই পরিষেবা মিলবে। শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হয়নি। তা একই থাকছে।
একনজরে দেখে নিন রবিবার অর্থাৎ ১২ অক্টোবর কখন কোন লাইনে পাবেন মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে –
গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে প্রতি রবিবার চলে ১০৪ টি মেট্রো। আগামী রবিবার চলবে ১১২ টি। সকাল ৯টার বদলে গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী –
গ্রিন লাইনেও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই। তবে এই লাইনে আধঘণ্টার বদলে আরও কম সময়স অন্তর মেট্রো মিলবে। তাতে পরীক্ষার্থী তো বটেই, আমজনতারও সুবিধা হবে বলে আশাপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.