Advertisement
Advertisement
Kolkata Police

কলকাতা পুলিশের জালে রাকেশ সিংয়ের ছেলে! আড়াল থেকেই সিপিকে হুঁশিয়ারি বিজেপি নেতার

মৌলালিতে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ চালাচ্ছে পুলিশ।

kolkata police arrest bjp leader rakesh singh son
Published by: Kousik Sinha
  • Posted:September 1, 2025 12:44 pm
  • Updated:September 1, 2025 1:02 pm   

নিরুফা খাতুন: পুলিশের জালে রাকেশ সিংয়ের ছেলে শিবম সিং। মৌলালিতে প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক তিনি। যদিও আজ সোমবার শিবম সিংকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। আর এরপরেই আড়ালে থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। যেখানে তাঁকে সরাসরি পুলিশকে হুমকি দিতে শোনা যাচ্ছে। রাকেশের দাবি, ”আমার ছেলের যদি কিছু হয় তাহলে দায়ী থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।” এমনকী দেখে নেওয়ারও হুঁশিয়ারি দিতেও শোনা যাচ্ছে অভিযুক্ত ওই বিজেপি নেতাকে।

Advertisement

গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং এবং তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু অভিযুক্ত রাকেশের নাগাল এখনও পাইনি পুলিশ। জানা যায়, সেই সূত্র ধরেই রবিবার রাতে রাকেশের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। যদিও সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। তবে এই বিষয়ে রাকেশ পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয়।

পুলিশ সূত্রের খবর, রাকেশ কলকাতাতে একটি গাড়িতে ঘুরছেন। রাতে রাকেশকে বাড়িতে না পেলেও সেই গাড়ির চাবি পান তদন্তকারীরা। জানা যায়, সেই গাড়িটি শিবমের নামে রয়েছে। কংগ্রেস অফিসে হামলার সময়েও রাকেশ ওই গাড়িটি ব্যবহার করেছিল বলে দাবি পুলিশের। এই বিষয়ে শিবমকে জেরা করা হলে একাধিক অসঙ্গতি উঠে আসে। এমনকী রাকেশ কোথায় আছে সে বিষয়েও কোনও তথ্য শিবম দিতে চাননি বলে অভিযোগ। আর এরপরেই আজ সোমবার সকালে রাকেশ পুত্রকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও ভাইকে কেন গ্রেপ্তার তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবমের দিদি। বাবাকে না পেয়েই ছেলেই গ্রেপ্তার? উঠছে প্রশ্ন।

যদিও এই ঘটনার পরেই আড়ালে থেকেই একটি ভিডিও বার্তা দেন রাকেশ। যেখানে পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। অন্যদিকে রাকেশের কীর্তিতে ব্যাপক চাপে বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত রাকেশের সঙ্গে দূরত্ব রাখছে বিজেপি। শুধু তাই নয়, তাঁর পাশে দল যে নেই তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আগেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, ”কোনও রাজনৈতিক দলের পতাকায় আগুন লাগানোর ঘটনা বিজেপি সমর্থন করে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ