Advertisement
Advertisement
Entally

রক্ষকই ভক্ষক! এন্টালিতে ডাকাতির ঘটনায় এবার গ্রেপ্তার কলকাতা পুলিশের কনস্টেবল

অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

Kolkata Police constable arrested in robbery case at Entally

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:May 14, 2025 1:38 pm
  • Updated:May 14, 2025 1:40 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: রক্ষকই ভক্ষক! এন্টালিতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার কলকাতা পুলিশের এক কনস্টেবল। ধৃতের নাম মিন্টু সরকার (৪৩)। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬। তবে গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।  

Advertisement

গত ৫ মে সকাল পৌনে বারোটা নাগাদ এন্টালির ফিলিপস মোড়ের কাছে একটি ট্যাক্সি থেকে নগদ ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট করা। খোয়া যায় বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার টাকা। এস এন ব্যানার্জি রোডের উপর বিদেশি মুদ্রা বিনিময়ের অফিস টাকা নিয়ে রওনা হয়েছিলেন এক কর্মী। গন্তব্য ছিল পার্ক সার্কাসের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখা। সেখানেই টাকা জমা করার কথা ছিল। অফিসের সামনে থেকেই ট্যাক্সি ধরেন তিনি। ফিলিপস মোড়ের কাছে আচমকা গাড়িতে চড়ে বসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁরা ট্যাক্সিচালককে গাড়িটি কামারডাঙার দিকে নিয়ে যেতে বলেন। সেখানে গাড়ি থামিয়ে ডিকিতে থাকা আড়াই কোটিরও বেশি নগদ নিয়ে তাঁরা চম্পট দেয়।

থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত প্রায় ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেই ঘটনায় এবার পুলিশের জালে আরও এক অভিযুক্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement