Advertisement
Advertisement
Kolkata Police

পুজোর আগে কলকাতায় উদ্ধার নোটের পাহাড়! গ্রেপ্তার উত্তরপাড়ার বাসিন্দা

২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Kolkata Police recovers Rs 25 lakh, arrests person
Published by: Suhrid Das
  • Posted:September 5, 2025 8:23 pm
  • Updated:September 5, 2025 8:23 pm  

নিরুফা খাতুন: পুজোর আগেই খাস কলকাতায় নোটের পাহাড়! লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব মজুমদার নামে এক ব্যক্তিকে। আটক করা হয়েছে মোট ২৫ লক্ষ টাকা। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা?কী উদ্দেশ্যে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? সেই বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ওল্ড চায়না বাজার এলাকায় ওই ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয়েছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশের। তাঁর হাতে একটি বড় ব্যাগ ছিল। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করে শুরু হয় জিজ্ঞসাবাদ। কথায় একাধিক অসঙ্গতি মেলায় ব্যাগটি তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই হতবাক হন পুলিশ কর্মীরা। ব্যাগের ভিতর থরে থরে সাজানো রয়েছে টাকা। এত টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? ওই টাকার মালিক কে? কোনও প্রশ্নেরই যথাযথ উত্তর মেলেনি। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মোট ২৫ লক্ষ টাকা ওই ব্যাগ থেকে মিলেছে বলে খবর। প্রত্যেকটি নোটই পাঁচশো টাকার।

ধৃত সঞ্জীব মজুমদার হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। কোথা থেকে ওই টাকা তিনি নিয়ে এসেছিলেন? কাউকে কি টাকার ওই ব্যাগ হস্তান্তর করার কথা ছিল? সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুজোর আগে বাইরে থেকে কি কলকাতায় হিসেব বহির্ভূত টাকা ঢুকতে শুরু করেছে? সেই প্রশ্নও উঠেছে। ধৃতকে জিজ্ঞসাবাদ করে তথ্য পেতে চাইছে পুলিশ। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে খবর।

অন্যদিকে, সাইবার প্রতারণার অভিযোগে সুদূর নাসিক থেকে গ্রেপ্তার করা হল যোগেশ সূর্যবংশী নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ী দেড় কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিলেন। কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তদন্তে নেমে আগেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে যোগেশের সন্ধান পান তদন্তকারীরা। এরপরেই নাসিক যায় কলকাতা পুলিশের একটি দল। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement