Advertisement
Advertisement
Dilip Ghosh

অশ্লীল ভিডিও ছড়িয়েছে কারা? দিলীপের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের লালবাজারের

ভিডিওটি তদন্তের স্বার্থে ফরেনসিকে পাঠানো হচ্ছে।

Kolkata Police registered case on viral video of Dilip Ghosh
Published by: Anwesha Adhikary
  • Posted:August 7, 2025 12:00 am
  • Updated:August 7, 2025 12:00 am   

অর্ণব আইচ: বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে লালবাজারের সাইবার থানায় এই এফআইআর দায়ের হয়। অভিযোগকারী দিলীপ ঘোষ নিজেই। কিছুদিন আগেই একটি অশ্লীল ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, ভিডিওয় যাঁকে দেখা গিয়েছে, তিনি দিলীপ ঘোষ।

Advertisement

যদিও দিলীপ ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন যে, অশ্লীল ভিডিওয় যে ব‌্যক্তিকে দেখা গিয়েছে, সেই ব‌্যক্তি তিনি নন। সোশ‌্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাঁকে বদনামের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ব‌্যাপারে তিনি লালবাজারের সাইবার থানায় মেল পাঠিয়ে অভিযোগ জানান। গোয়েন্দা পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। তার পরই দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে সাইবার থানায় দায়ের হয় এই মামলা।

এফআইআরে বলা রয়েছে যে, অভিযুক্ত ব‌্যক্তিরা ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে ভিডিও ও  ছবি তোলে। ওই ভিডিওয় এক ব‌্যক্তির সঙ্গে এক মহিলার যৌনতার দৃশ‌্য দেখা গিয়েছে। সোশ‌্যাল মিডিয়ায় ওই ব‌্যক্তি অভিযোগকারী বলে দাবি করা হয়েছে। ওই ভিডিওয় মহিলার মুখ ও শরীরের গোপন অংশ দেখানো হয়েছে। ওই চরম অশ্লীল ভিডিও অনলাইনে আপলোড করে তা বেআইনিভাবে ইন্টারনেটের মাধ‌্যমে ছড়ানো হয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, ওই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভিডিওটি তদন্তের স্বার্থে ফরেনসিকে পাঠানো হচ্ছে।

আগেই মেলে পাঠানো অভিযোগে দিলীপ ঘোষ লালবাজারকে অনুরোধ জানান, কোন সূত্র থেকে বা কোন ব‌্যক্তি এই ভিডিও ছড়িয়েছে, তা যেন তদন্ত করে দেখা হয়। অভিযোগপত্রে দিলীপ ঘোষ ন’টি সোশ‌্যাল মিডিয়া ও ইউটিউবার-সহ ডিজিটাল প্ল‌্যাটফর্মের নাম উল্লেখ করেন। সেগুলি ওই বিতর্কিত অশ্লীল ভিডিওটি প্রচার করেছে অথবা সেগুলির হাত ধরেই ওই ভিডিওটি ছড়িয়েছে, এমনই অভিযোগ জানান তিনি। লালবাজারের সূত্রের খবর, যে ইউটিউব ও চ‌্যানেলগুলিতে এই অশ্লীল ভিডিও দেখানো হয়েছিল, সেগুলির কর্তৃপক্ষকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁরা কীভাবে ভিডিও পেয়েছেন, তা জানার চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ